জন্ম

জানি গলা শুনলেই মনুষ্যবসতি চেনা যায়  
কৃত্তিকা নক্ষত্রের মতো আমি স্থির মানুষ দেখি 
ব্যাঘ্রাস্য মুখ, সাথে দীপ্ত মিছিলের মুখ, নিরীহ 
সংসারী মুখ দেখি আমি। এ সমস্ত চরণচারী
রক্তমার্গ ধরে হেঁটে যায়, কোনো যুদ্ধবাদ্য নাই 
নাই কোনো কৃতাভিষেক, তারা পাঠ করে বিচিত্রা 
ভাস্বতী তারার কাছে প্রশ্ন করি, জন্মই আমার 
আজন্ম পাপ! যদুপতি বলেন, এই কান্তারে 
কোনো তুকতাক চলে না, শবর-শবরী তোমরা 
তাক কর তীর, আর বোলো না আমি আছি কী নেই 
তাক কর, এবার নিক্ষেপ কর, বিদ্ধ কর ঘুঘু 
ত্রপা ত্যাগ কর রক্ষিত্রী নারী, মায়া ছিন্ন কর 
পুরুষ, যুদ্ধ কর ভোগ কর তৃপ্ত হও। নচেৎ
বলবে কীভাবে? জন্ম যুদ্ধের, জন্ম ত্যাগের প্রেম   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুকবিতা

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”