সেইন্ট ভেলেনটাইন
আমার নিদ্রার গভীরে তোমার মুখ আমি দেখতে পাই
স্টারলিট নাইট ছিল আজ
এই সত্য জানি, হারাবার আগে ওই চোখে প্রেম আসে,
হারানোর আগে দীর্ঘশ্বাস
মায়ের পুরনো এম্ব্রয়েডারী চাদর থেকে
মা মা গন্ধ আসে
আমি ঘুমিয়ে পড়ি
সমস্ত মৃতরাই নেশাগ্রস্থ
মৃতরাই ক্ষমা পায়
আমার নিদ্রার গভীরে তোমার মুখ আমি দেখতে পাই
সেইন্ট ভেলেনটাইন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন