জল ও আগুনের মাঝে
জল ও আগুনের মাঝে কে প্রিয়?
সত্য তখন আসে হাত রাখে আমার কপালে
বলে, কাজল ভিখারি
দূরে থাকো মাঝপদ্মার মতো দূর
জোড়াদীঘির সিমেন্টের ঘাট
যেখানে ছুটির ঘুমদুপুরে আমি একা বসে থাকি,
আর কথা বলি প্রাচীন অশ্বত্থের সাথে
সেদিনের কথা বলি
যেদিন শ্রাবণ তার ধারা দিয়ে মুছে দিয়েছিলো কান্নার দাগ
যেদিন নৃসিংহের রূপ ধরে এসেছিলো
আত্মতুল্য তীর্থংকর
তাঁর উচ্চারণ জবুথবু ঘুমকে তাড়িয়ে দিয়েছিলো
উচ্চারিত হয়েছিলো--
সিঁদুর - পুণ্য
সর্প - ভয়াল
বুদ্ধ তুমি, চিরন্তন বৃষ্টিস্নাত বোধিবৃক্ষ
দেখেছি ত্রিবেণীর ঢেউ
জমিদার বাড়ির মর্মর সিঁড়ি বেয়ে
সামনে কচি ঘাসের লন, সাঁতারপুকুর
আমি দেখেছি
ব্লু ডি শ্যানেলের ধুন্দুমার গন্ধে মাতাল পার্টি
কোনার্ক সূর্য মন্দিরে, রোশনচৌকি থেকে ধ্বনি আসে
প্রমিত কথার মতো স্পষ্ট ---
জল ও আগুনের মাঝে তুমি প্রিয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন