এরিনমোর

এরিনমোর মিক্সচার, কাগজ মুড়িয়ে বানানো, এর ফ্লেভার হারানো দিনের গান। প্রাকপুরাণিক মেয়েরা, তোমরা শোনো, তোমাদের নাচ হোক নদী, আর চুমু হোক এরিনমোর। ভেনিসের মাঝি আমি, নৌকোর এক কোণে টিউলিপ, অন্যপাশে কড়া তামাকের হুকো। ছাউনির আলপনায় তুসকানির ল্যান্ডস্কেপ, বৈঠায় গ্রীসের তামা। এ নৌকো পরজিত হবে বলে আমি যাত্রী তুলি নি। এ নৌকোর ভালো লাগে রুপোলি জলে সাঁতার আর ধীরে বয়ে যাওয়া। এই যে অনাদিকাল জলের সাথে জীবন, তাতে এ নৌকো নদীর যথাযোগ্য হয়ে উঠেছে। সাগরমুখী বাঁক গুলো চেনা হয়ে গেছে। এ বজরা ষড়োশির মতো বাঁক থেকে দূরে সরে উর্মিতে নাচে। চোখের নীলে ব্লু ডেইজি তার, নদীর আকশে হিরণ পাখির ওড়া-উড়ি। এ নৌকো পরজিত হবে বলে আমি যাত্রী তুলি নি। এরিনমোর মিক্সচার কাগজে মোড়াতে মোড়াতে আমি ভাবি, জীবনের সবথেকে অনুচ্চারিত কথা কিন্তু জীবনের রূপ। একাকীত্ব। এ একাকীত্ব এরকম ভেনিসের জলে দোদুল নৌকোর সূর্যবিদ্ধ চোখ – তুমি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুকবিতা

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”