দেখতে তুমি নাকি কালো

দেখতে তুমি নাকি কালো?
আগল দেবো না বাঁশি বাজাব বলেছে এই মুখ
তুমি অভিধান থেকে কবিতার শব্দের মানে খুঁজতে যেও না
বটের শিখরে নীল শূন্যতার মতো
নিঃশব্দচরণে আসে পুকুরের বুকে
চাঁদ ভেসে থাকা রাত

তোমার শিশুটির জন্য যদি তুমি ঘুমপাড়ানি গান গাও
দেখো কিন্তু ধীরে তুমিই ঘুমিয়ে পড়বে
- আমার দিকে তাকাও, আমি তোমাকে দৃষ্টি দেবো

দেখো, কালোপাইপ কালো রোদ চশমায়
জ্যোৎস্না ধরে রাখে কোনো সুদর্শন পুরুষ
সে পুরুষের প্রয়োগ আচার বড় প্রতারণাময়

এই যে অপেক্ষা তোমার, তাতেই রোপা আছে প্রজন্ম,
যৌনতা কি পৃথিবীর অন্যতম সত্যি নয়
তাতে প্রতারক আরো প্রতারণাময় হোক

অপূর্ণতা এরকম, যেন এক গ্লাস জিন,
সে গ্লাস অর্ধেক পূর্ণ থাকলে অভিযোগ
আর যদি তা শূন্য হয়ে যায়
আমাদের আর কোনো অভিযোগ থাকে না

দেখতে তুমি নাকি কালো!

তোমার গানই তোমায় অপ্সরী করেছে যে শোনো,
নাবলা অনুভব যদি গাইতে পারো
তবে তুমিই শ্রেষ্ঠ গায়িকা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুকবিতা

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”