প্রস্থান

অনন্তে আমারে নিও আমার প্লাবন
চোখের কোটরে এ জীবন রেখেছি
এই শেরপা যাত্রায়
তোমাকে দেখিয়েছি উদয়প্রয়াস
গিয়েছি বিষ্ণুপুর বালুচর গ্রাম
চরকায় সুতো ছিঁড়ে গেলে
হয় না যে বালুচরি শাড়ি
অনন্তে আমারে নিও আমার প্লাবন
এই ঝিনুক আভার ভোর
দীপের মত ফুল দিয়ে
এই মাতৃপূজা শেষে
ছেড়ে যাই মায়া গ্রামবাড়ি
জাফরিকাটা জানালা থেকে
হাত নাড়ে মা
বলে, সোনা-চাঁদি তারা
আবার আসিস পেয়ে
অনন্ত ইশারা
Like
Comment
Share

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুকবিতা

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”