ডুব
কান্নারা জমে আছে তোমার বুকে
লিনা তুমি ফুঁ দাও
বাঁশিটি বাজুক
ডাগর চোখের আক্রোশে আজ উচ্ছন্নে গেছে মন
লতানো পাতার গলাবন্ধনী খুলে এসো
তোমার বুকের মাখন স্তুপে দাঁত
ষাট রাত ষাট দিন পরে
নিদ্রাহীন জেগে আছি
যখনি মেঘের বাড়ি যেয়ে
কথা কবে চাতকের মেয়ে
তখনই আমার কবিতার বই খুলে
পড়বে সে বিছানা সাজিয়ে
সুষুপ্তির দিকে
এত ঢেউয়ের মাঝ থেকে সে ডেকেছিলো -
ডাঙা
আত্মা বেঁচে রয় রবিনাথের মত
কারণ এ পৃথিবীর যত কিছু অনুভূতি আছে
সবকিছু নিয়ে রবিনাথ
বিচ্ছুরিত প্রেমের আলোর ধারাপাত
তাঁর গানে প্রকৃতি
তাঁর গানে ঈশ্বর
তাঁর গানে প্রেম
আর আমি ঘুমিয়ে পড়ি; বুকে তুলে নেই গোলাপ কাঁথা
তোমরা তো সবাই সবাইকে চেনো – আমি ভিনদেশি
তবুওতো সে আসে নির্বাক, নদী-আলো কথা কয়
যেন সে নিজের প্রেমের কথা- যেন পরাজয়
যেন সে প্রেম এনেছিলো সন্ধ্যার ডাহুক
এরপর পশ্চিম
এরপর অস্ত
এরপর ডুব
জুলাই ৯, ২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন