স্নেহ
গহন গহন বন
সেই বনে বানপ্রস্থ অধিবাস মনে পড়ে
মনে পড়ে ঠাকুরদালান
মনে পড়ে মুক্তির গান
তরুমর্মরে সুর ওঠে, কোন হাওয়া গান মনে করে
থির নয়না তুমি
সে আঁখিতে দেশোয়ালি সাজ
মনে পড়ে রুসুমাত
মনে পড়ে পঞ্চালে প্রাচীন যমুনা বাস করে
নদীও কি সুপ্রাচীন
নাকি নদী নিত্য নতুন
সে তো এক দানগান
ছন্দ দীক্ষাগুরু আজো তো ফেরে নাই ঘরে
আজো রক্তবীজের ঝাড়
তুমি-আমি একাকার পঞ্চালে স্নেহ বাস করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন