প্রার্থনা
তোমার কানবালা মৃদু গন্ধ জলজ ফুল, আমার ভূমি
সাতাশটি নক্ষত্র ঘিরে আছে তোমার চোখ
টোটেমের রঙ থেকে বহু বর্ণে বেরোচ্ছে গহন অতীত
দূর গ্রাম থেকে শহরের রাস্তায় অ্যাম্বুলেন্স,
শিশুপাঠ, তুলসীমঞ্চে প্রদীপ
আদরের মা ডাক
এসবই আমাদের জীবনবেদ
তারই শিক্ষা দিয়েছ তুমি
এই কালান্তক সময়ে মাতৃকা
আমরা ভুলে গেছি ঈশিতার রূপ
ক্ষতবিক্ষত করেছি পিতার শরীর
উপাসনা মন্দির
খুন নিয়েছিরে ভাই তোর
এই উৎখাত যেন আমাদের পিতামাতার ঘরে আর না হয়
কারণ তাঁরা এই জাতক প্রান্তরকে বুকে ধরে রেখেছিলেন
এ শিশু তাঁদের – আমাদের
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন