নিরক্ষে
নাচদুয়ার বন্ধ করে
মেলাও এ জীবনের
হিসেব নিকেশ,
পৃথিবীর পথে
আবার দেখে নিও
দেখা হয়ে যাবে।
অন্ধকারও শেষে দেখো
পথ ছেড়ে দেবে
চাতুরীও সবশেষে
করে যাবে
হৃদয় এর শুদ্ধ অনুবাদ,
নিরক্ষে মিলে যাবে
বেদনাবিহীন।
মৌ্নী ঠোঁটের কাছে
উড়ে যাবে একদিন
মহুয়ার মদ নিয়ে
মৌটুসী পাখি;
বলে যাবে চন্দ্রিমায়
অন্য গ্রহের রূপকথা।
চতুর এ পৃথিবীতে
আবারও ফুঁটবে দেখো
আদিগন্ত সূর্যমুখী-
একমুখী, একাগ্র প্রেমে প্রেমে।
নয়তো বাধার পাঁচিলে
কেন কান পাতলেই শুনি,-
জীবনের পাখোয়াজ,
পায়ের ঘুঙুর,
তোমার চকিত চোখ,
নদীর মতন চোখ -
তীরহারা খুশিতে যেখানে আমার
দিন-রাত ডুব সাঁতার।
মেলাও এ জীবনের
হিসেব নিকেশ,
পৃথিবীর পথে
আবার দেখে নিও
দেখা হয়ে যাবে।
অন্ধকারও শেষে দেখো
পথ ছেড়ে দেবে
চাতুরীও সবশেষে
করে যাবে
হৃদয় এর শুদ্ধ অনুবাদ,
নিরক্ষে মিলে যাবে
বেদনাবিহীন।
মৌ্নী ঠোঁটের কাছে
উড়ে যাবে একদিন
মহুয়ার মদ নিয়ে
মৌটুসী পাখি;
বলে যাবে চন্দ্রিমায়
অন্য গ্রহের রূপকথা।
চতুর এ পৃথিবীতে
আবারও ফুঁটবে দেখো
আদিগন্ত সূর্যমুখী-
একমুখী, একাগ্র প্রেমে প্রেমে।
নয়তো বাধার পাঁচিলে
কেন কান পাতলেই শুনি,-
জীবনের পাখোয়াজ,
পায়ের ঘুঙুর,
তোমার চকিত চোখ,
নদীর মতন চোখ -
তীরহারা খুশিতে যেখানে আমার
দিন-রাত ডুব সাঁতার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন