ভিন্ দেশী পাখি
কেটেইতো যায় দিন
কেটে যায় ব্যথানীল রাত
সবুজ প্রহর সব ঠোঁটে নিয়ে
উড়ে যায় ভিন্ দেশী পাখি---
নীলের অন্তরালে স্বপ্নলীন চোখ-
বিনষ্ট জীবন ভাবনায়
একমুখী নারীর সাথে ঘৃ্ন্য সহবাস;
আমার এ অশ্লেষ সমর্পন
মুহূর্তে চুষে খায় অশরীরি ভ্যাম্প।
আমি কি শুনিনা আর বৃষ্টিহীন মাটির কান্না?
আজো কেন চোখে ভাসে
একা অ্যালেনের পাইন বনে ঘোরা!!
কেটে যায় ব্যথানীল রাত
সবুজ প্রহর সব ঠোঁটে নিয়ে
উড়ে যায় ভিন্ দেশী পাখি---
নীলের অন্তরালে স্বপ্নলীন চোখ-
বিনষ্ট জীবন ভাবনায়
একমুখী নারীর সাথে ঘৃ্ন্য সহবাস;
আমার এ অশ্লেষ সমর্পন
মুহূর্তে চুষে খায় অশরীরি ভ্যাম্প।
আমি কি শুনিনা আর বৃষ্টিহীন মাটির কান্না?
আজো কেন চোখে ভাসে
একা অ্যালেনের পাইন বনে ঘোরা!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন