বনলতা সেন
আমাদের চোখে আছে নীল নীরবতা
আমাদের ঠোঁটে গান হারানো সে ব্যথা
ব্যথারা কবিতা হয়
ট্রয় আর রক্তের ছাপ
ভালোবাসা খুন নেয়
ভালোবাসা এক অভিশাপ
অভিশাপ জানে গান সিনেমা কবিতা
সিনেমা কবিতা নয়
জীবনের গোধূলীর কথা
জানে এইসব জানে বরিশাল কিশোরীর নদী
জীবনানন্দ জানে মানুষের অশ্রু আরতি
আর জানে কেন তিনি এমনটা ট্রামে ঘুরলেন
অশ্রুর থেকে লেখা এক একটা বনলতা সেন
মেয়েমানুষের ব্যথা এই ব্যথা কবিতা লেখায়
মাধবীর প্রেম সে তো পুরুষের বুক হাতরায়
জেদ করে মাধবী যে, শুধু চায় প্রেম আর প্রেম
এমন বর্ষা রাতে সেই প্রেম বনলতা সেন
মুদ্রিত পৃথিবীর এরকম শেষ কবিতারা
শেষ কবিতা তো নয়, শেষ নেই শুরু নেই সারা
এরম বৃষ্টি দিনে মনে পড়ে নিশিথীনি রায়
দিন বদলায় আর মানুষের মুখ বদলায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন