স্নান গান
ধ্যান কখনো আলো, সবিস্তার পাঠের কবিতা স্নেহ কোরো না আমাকে লেখকের মানস-শস্যের সংগ্রহ দেখো দেখো, একটি জবা তবু বেঁচে আছে তার রক্ত রঙে সূর্য প্রয়াণে গরুর গলার ঘন্টার মত বেজে চলেছে পুরোনো স্মৃতি, ......... দূরে আরো দূরে
আমি দুটি চোখে বহন করেছি আমৃত্যু অন্ধত্ব
এদিকে প্রতিটি ভোরময়
শাদা পাখিটির আনাগোনা
অথচ পাখিরা দূরে থেকে থেকে
মানুষ কে অবিশ্বাস করতে শিখে গেছে
অথচ প্রতিটি ভোরময় গান, ওড়াউড়ি ............
তাই শাদা পাখিটির কাছে আশার পাখনা আছে
হৃদয়ের কাছে উড়ে বসে
আর কথাহীন সুর গায় প্রতি ভোর
প্রতিটি সূর্যসকাল
সময়ের যূঁথী থেকে রক্তে
ফিরে আসছে শাশ্বত প্রবাহ
গহন হৃদয় দেশে
একটি পংগু শিশু সূর্যের দিকে হেঁটে চলে যায় .....
ডেকে যাচ্ছে স্নান গান এ তীব্র দাবদাহে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন