সিরাজের কবরের প্রদীপ
তোমার চোখ জুড়ে বর্ষাকাল, আমি তাতে ঘুমিয়ে পড়ি
কিন্তু দেখো কেরোসিনের আগুনের মাঝে
একটি প্রজাপতি তুমি বসে আছো নিশ্চুপ
শিশুর স্পন্দন চাই তোমার হৃদয়ে
তুমি এখনো আমার চোখ
এ্যাস্প্ল্যানেডের আলোর মত উজ্জ্বল
অজস্র শাপলা ফুল নিয়ে এই রাতাঁধারে নৌকো চলছে
তার পালে স্মৃতিবাহী শাদাকালো ছবি
মনে পড়ে
নৈনিতাল – পাহাড় আর পাহাড়, অজস্র পাইন
আর একট মিষ্টি হ্রদের দিন
মনে পড়ে তোমার?
আমাজনের গহীন অরণ্যে
আদিবাসীরা ঘোর অমাবস্যার রাতে
আমাদের নিয়ে গোল হয়ে নাচছে
বকুল বিছানো পথ থেকে তুমি কত উঁচুতে দাঁড়িয়ে আছো
হে অন্তরীপ?
সমুদ্র হয়েও জীবনের সাজ আমি চাই নি
অথচ এই কালো ঘন রাতে আজ
সিরাজের কবরের প্রদীপ...............
কেরোসিন দাহ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন