সূর্যকথা
এই হেমন্ত আফসান, উপাস্যমান প্রকৃতি এ বাণীমন্দির থেকে শিখে গেছে তর্কনিপুণতা এ শিক্ষালয় আমার, এ পান্থনিবাস শিরীষের এখানে আছে রঙিন মেঘের এনামেল, সূর্যের মাইকেলএঞ্জেলো ছবি। সে ছবি জয়ের --- ক্রান্তিবৃত্ত পেরিয়ে যে জয়, তার প্রেমরূপ। প্রকৃতির প্রমাণপুরুষ, ছুঁড়ে দেয় দিরহাম... সে ক্রন্দিতকে ঘুরিয়ে আনে আর্যাবর্ত দেয় জমরুদ, মধূৎসবে গায়- আহা আজি এ বসন্তে... অপাঙ্গে দেখে পৃথিবীর রত্নবণিক তার খাজনাখানা খুলে দিয়ে সে হাঁকে ঘায়েলিয়া সূর্য দেবতা হাসেন, হঠাৎ কালো মেঘকে আদেশ করেন, ঢেকে দাও আমার মুখ, দেখুক সবাই, অদেখায়ও আমি থাকি, মানুষ থাকে না ২৪/৭/২৪ ঢাকা