কবিতা
কবিতার নীল শামিয়ানা দিয়ে ঢেকে দেয়া যায় গ্রীবার কালো দাগ কবিতা খোঁজে তার দিল হকদার এইযে দিন চলে গেলো তুমি রাত্রি দিও, কোনও কালো রেখোনা আড়াল অন্ধকার-গান তুমি শোনো ... ফ্যালকন উড়ে যায় সমুদ্র আকাশ তারা বলে, পৃথিবীতে অচেনা সৈকত বলে কিছু নেই ব্রতচারী কবি লেখে আদিম মানবহীন নগরীর কথা তার কালি আর দূর্বার রঙ এক সাজবদল হলেও সে রঙ গভীর যৌনতা অথবা তার চেয়ে বাসি ইচ্ছারা কবিতার মতো রেখা দেখে হেসে উঠে বলে,- মূর্ত