মুক্তি
মেঘ জমেছে বিশোক আকাশে বিরহ তুমুল
ঘুমচোখে স্বপ্নের শাদা নিয়ে কালোতে আঁচড়
হঠাৎ আকাশ ফুঁড়ে রঙধনু বিনম্র ছুঁয়ে দিলো দিগন্তরেখা
আমি তার বাঁকে ঢলে পড়ি...... শুধু ঘুমিয়ে পড়ি...
ও আমার অভিমান ক্রমাগত বেড়ে বেড়ে সন্ধ্যেবেলার ফুল
দুই চোখে ঝরে গেল মৃত্যুসুন্দর। এই সমুদ্রউড়ান তাই উড়ে যাব,
বন্দী পাখায় আমি জমিয়েছি লক্ষ উড়ান
মায়ালোক দূরে থাক দেহ-মন সন্ধির গান ইথারবিলীন...
নীরবতা জমে গেছে, জেনেছি কেমন তুমি পৃথিবী কেমন
সময়ফসিল থেকে চিনে গেছি হৃদয়বিন্যাস
রাত্রিশান্ত জলে নিভে যাক কাঙ্খার তীব্র আগুন
তুমি আর তোমাদের ক্রীড়া থাক হাজারো দর্শক।
ঘুম জমেছে জন্মাবধি প্রতারক দিন থেকে
যতটুকু বাঁচিয়েছিলাম। ঘুমুতে দাও চতুরচক্র এবার
বেরুনো যাক সকাল রাত্রি জন্ম মৃত্যু ছুঁড়ে ফেলে
ছন্নছাড়ার পথে ইরাবতী নদীনিশানায়
ঘুমচোখে স্বপ্নের শাদা নিয়ে কালোতে আঁচড়
হঠাৎ আকাশ ফুঁড়ে রঙধনু বিনম্র ছুঁয়ে দিলো দিগন্তরেখা
আমি তার বাঁকে ঢলে পড়ি...... শুধু ঘুমিয়ে পড়ি...
ও আমার অভিমান ক্রমাগত বেড়ে বেড়ে সন্ধ্যেবেলার ফুল
দুই চোখে ঝরে গেল মৃত্যুসুন্দর। এই সমুদ্রউড়ান তাই উড়ে যাব,
বন্দী পাখায় আমি জমিয়েছি লক্ষ উড়ান
মায়ালোক দূরে থাক দেহ-মন সন্ধির গান ইথারবিলীন...
নীরবতা জমে গেছে, জেনেছি কেমন তুমি পৃথিবী কেমন
সময়ফসিল থেকে চিনে গেছি হৃদয়বিন্যাস
রাত্রিশান্ত জলে নিভে যাক কাঙ্খার তীব্র আগুন
তুমি আর তোমাদের ক্রীড়া থাক হাজারো দর্শক।
ঘুম জমেছে জন্মাবধি প্রতারক দিন থেকে
যতটুকু বাঁচিয়েছিলাম। ঘুমুতে দাও চতুরচক্র এবার
বেরুনো যাক সকাল রাত্রি জন্ম মৃত্যু ছুঁড়ে ফেলে
ছন্নছাড়ার পথে ইরাবতী নদীনিশানায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন