পারাপার

মন কিছু জানে,
তারার লাস্যে লীন রাত্রির কথা
চোখের তুবড়ি থেকে রঙমশাল
এখনও পুষ্পবিরাগী কেউ
ভুলে আছে নৃত্যবিহার
ডমরুর ধুন

কার নিজের ছিল দূরান্ত বাগান
শিকারের ট্রেঞ্চ
গদ্যের এপিঠ-ওপিঠ
রাইফেল
          এস্রাজ
আরও কিছু খানিক অনুনয়

এই তো আর ক’দিন পর শরৎ খিলখিল
তাম্রাভ পৃথিবীর পারে ঢুলুঢুলু নদী
কান্তপ্রহর

কেউ ভোলাবে না

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা