জল পড়ে পাতা নড়ে
পদ্যহরফ জোনাক পথে তৃষ্ণা বাড়ে রাতদুপুরে ছন্দমেয়ের নূপুরটারে ধরতে ঘুরি দেবদারু বন নূপুর কোথায়? হাওয়ার পাতায় বলছে যে খুব কানেকানে - "মেঘ করলেই আর লিখো না, জল পড়ে পাতা নড়ে"... পদ্যহরফ অংকুরে তোর মেঘ-তারা পট নিত্যদিনের রাংতাকুচি রাত তারা তুই পাইন ছায়া হ্রদ নৌভ্রমণের রাত্রি পলির বুকের ভেতর বীজ ছড়ালি প্রজাপতি পোড়োবাড়ি ধুপছায়া তুই চিনলি কেমন ভগ্ন মাটি! চোখের ভেতর নিয়ে হাঁটি চন্দ্রাহত তোর অভিমান পদ্যহরফ, তোর ধারাস্নান ঘুমপাড়ানি ছড়াকাটি বিজন বাড়ি জল পেলো না কেন সে কি বলতে পারে? মনোজ এক দেউলে বাতাস মেঘ উড়িয়ে বৃষ্টি কাড়ে। ঝিনুক মাঝে সুপ্তির ধীর মুক্তা অধীর ঘুম কিনারে বালিয়াড়ির পায়ের ছাপে বহুদূরের তৃষ্ণা বাড়ে ...