এসো
সে প্রাণ দখিনে
দূর দূর অচিনে
এক রাখি রেখে যায়, ডাক পাখি রেখে যায়
দূর মেনেছে তাকে চক্ষু তারা
মন বিজনে যাকে কাছে রাখা যায়
সুর মেনেছে তাকে সব কথারা
আলোর নাচন যার ঘুঙুর খেলায়
এই আজ চমকে
সেই নাম তোমাকে
শুধু রাখা হয়ে যায়, পিছু ডাকার বেলায়
চুপ রেখেছে তাকে সন্ধ্যাপ্রতিম
বনস্পতির রেখা আমার অচিন
মন জানা হও চুপ শঙ্খধ্বনি
আমি পার হতে অতলে ডুবতে জানি
দ্রোণ তীর যেখানে নাচ বৃষ্টিধারা
এসো সেই মহলে দেই ফুল পাহারা
এসো শ্যামল পাখায় এসো রুদ্র পাখি
দেখি বন্ধু কেমন তুমি বন্ধু নাকি
.......................................................
জানুয়ারী ১৮, ২০১৩
দূর দূর অচিনে
এক রাখি রেখে যায়, ডাক পাখি রেখে যায়
দূর মেনেছে তাকে চক্ষু তারা
মন বিজনে যাকে কাছে রাখা যায়
সুর মেনেছে তাকে সব কথারা
আলোর নাচন যার ঘুঙুর খেলায়
এই আজ চমকে
সেই নাম তোমাকে
শুধু রাখা হয়ে যায়, পিছু ডাকার বেলায়
চুপ রেখেছে তাকে সন্ধ্যাপ্রতিম
বনস্পতির রেখা আমার অচিন
মন জানা হও চুপ শঙ্খধ্বনি
আমি পার হতে অতলে ডুবতে জানি
দ্রোণ তীর যেখানে নাচ বৃষ্টিধারা
এসো সেই মহলে দেই ফুল পাহারা
এসো শ্যামল পাখায় এসো রুদ্র পাখি
দেখি বন্ধু কেমন তুমি বন্ধু নাকি
.......................................................
জানুয়ারী ১৮, ২০১৩