আবার খেয়াল
{১} মৃত্তিকা সাড়া দিলে প্রতিমা হবেই বলি আঙ্গুল হবে দশটি রঙতুলি {২} দিন যা পারেনি দৃষ্টিতে, দেখলাম শ্যামরাত্রিতে {৩} খুব খুশির স্বপ্নে ঘুম ভেঙ্গে যেতে পারে তবে আর ঘুম আসবে না {৪} রুপাজলে ভোল, মন - মন তুই মাছরাঙা শিকার ভুলে যা {৫} হে রুদ্র পুরুষ, এই ভেজা দুপুর তোমার বিরহ বেলার কথা {৬} ভুল সময়ে নীরব থাকা ভাল ভোরে যে সুধাবর্ষী পাখি অন্ধকারে মৌন থাকে সে {৭} ছুটে যায় নির্বোধ হরিণ-মন -মুখ তূণীর তার {৮} হাওয়ার ইয়ারফোন সারাক্ষণ গুন গুন নাম ... ইয়ারফোন ক্যান কিল ইউ! {৯} ভাইনইয়ার্ডে পড়ে ছিল একটা সকাল সন্ধ্যার গ্লাসে ছড়িয়ে যাচ্ছে এখন হীরের বুদ্বুদ {১০} কোন্ পথে চলে গেলে লাল ফিতে চুলে দোলা নামতা শেখার দিন {১১} এখনো স্পষ্ট আছে চোখের স্ন্যাপশট, একটি শিশির জড়ানো লেবুফুল এই কবিতা টেবিলের চারপাশে সতেজতা দিয়ে যায় সে {১২} শ্রাবণঝড়ের খোলা জানালা্র একটু আড়াল, খোঁজের ঠিকানা- কবিতার মিষ্টিক স্পট {১৩} এই পাখনায় এনেছি নৈকট্য গল্পের হাসি এই ঘাসের শরীরে মিশে মিশে আমাদের মন লীন উষ্ণ হরিৎ বন্ধুরে জানিয়েছি খুব ভালবাসি {১৪} একটি চোখের জমিনে আবারও দেখলা...