জাতক
জীবন, আলো আর ছায়ার মাঝে একটি রেখা
তার আর আমার মাঝে শুধু আমি আছি;
কেউ আমাকে নিয়ে নাও, শুধু সে রয়ে যাক
নয়তো আকশে মেঘের অংশ হয়ে সে আসুক
বৃষ্টিপাত হোক, আকাশ আর মাটির যোগাযোগ হোক
আমি তো দেখি আঁধারে বৃক্ষদের স্বপ্নকাজ
সেখানে তার মত পাখি আড়ালে লুকিয়ে যায়
তিমিরধারার মাঝে শিরীষের রাতে
ডাক দেয় ঘন-চোখ, মাধবী-মনীষা
ডাক দেয় বুনো নদী
সাঁতরে যাবো ঐ পার, মনে রেখো ডুবোপাথর
মৃত্যুবোধের বুকে ছড়াব ভ্রূণবীজ
করপুটে অগ্নি ধরেছি অন্ধ পদাতিক
স্টীমারের বিষণ্ন ডাকে কড়িখেলা মনে পড়ে
সন্ধ্যার আঁচল কালো কৃষ্ণকথার মন্দিরে
হেরে যাওয়া কড়িখেলা- আমার স্নেহের জাতক
তার আর আমার মাঝে শুধু আমি আছি;
কেউ আমাকে নিয়ে নাও, শুধু সে রয়ে যাক
নয়তো আকশে মেঘের অংশ হয়ে সে আসুক
বৃষ্টিপাত হোক, আকাশ আর মাটির যোগাযোগ হোক
আমি তো দেখি আঁধারে বৃক্ষদের স্বপ্নকাজ
সেখানে তার মত পাখি আড়ালে লুকিয়ে যায়
তিমিরধারার মাঝে শিরীষের রাতে
ডাক দেয় ঘন-চোখ, মাধবী-মনীষা
ডাক দেয় বুনো নদী
সাঁতরে যাবো ঐ পার, মনে রেখো ডুবোপাথর
মৃত্যুবোধের বুকে ছড়াব ভ্রূণবীজ
করপুটে অগ্নি ধরেছি অন্ধ পদাতিক
স্টীমারের বিষণ্ন ডাকে কড়িখেলা মনে পড়ে
সন্ধ্যার আঁচল কালো কৃষ্ণকথার মন্দিরে
হেরে যাওয়া কড়িখেলা- আমার স্নেহের জাতক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন