কবি, আমাদের কবিতারা
"বৃষ্টির দেবতা আমি এ জীবনে যত বৃষ্টিপাত করেছি সে সব কথা মনে পড়ে, ফলে বেঁচে আছি। বৃষ্টিপতনের কথা কোনোদিন গোপন থাকে না।" -বিনয় মজুমদার জল তুলতে এলে আর কবি বিষাদ পুকুর, কলসির আলপনায় সে যে আরো কাছাকাছি- নাচের পিদিম তুমি জল তুলেছ আর চুপ করেছ সব কাজ, কবিকে নিয়েছ? নাকি অচেনা ভাদর ! কাঁখে এরকম হাসির দুপুর তুমি জল তুলতে এলে আর কবি বিষাদ পুকুর। ঐ লুপ্ত বাসস্থান, ঘুঘু আর সুর মিলে মিলে এই নীলচে কালো মশারীতে সিলিংফ্যান হাওয়ার ঢেউয়ে দেখি নিদ্রাহীন ঠাকুরনগর, নেশাতুর কবিতা স্টেশন- আমাদের কবিতারা এরকম ঘর বিমুখ করেছে সব, এনেছে নিবিড় যাপন-- আমাদের কবিতারা শুধু মস্তিষ্কে আর ধুকপুক হৃদপিন্ডে বাসা বাঁধে; আমাদের হাত কাঁপে, ক্ষয় শুধু ক্ষয় নয় আত্মনিপীড়নে আর আত্মহত্যায় যে সুবর্ণ অক্ষরের বিনিময় সেইখানে কে বাজায় শহুরে নূপুর! জল তুলতে এলে আর কবি বিষাদ পুকুর!!