দোল জানবে না

ধাঁধানো রঙে চেনা চেনা
মুখ সব, সব মুখে আপন ফাগুন, রঙবন্দনা

রৌদ্রলেখায় যে নাম আলপনা করা
ঝাউময়ী জমাট সবুজ
ওরকম লীন কারো মুখ খোঁজো দীপ্ত আবির
নয় দোল হও আকাশকাজল মেঘ
তারার আড়াল মত কালো রূপটান

নাবিকের দীর্ঘ ভ্রমণ শেষ,
তার চোখ আর দূর তাকাতে পারে না
নদী আর ভ্রুরেখায় অচেনার বাঁক
তবু কীর্তিনাশার তৃষ্ণা...
নাবিক জানে না, আদিম সুর্মা-পানকৌড়ি
কোনো চিহ্ন রাখে না

তার পথে যাত্রার প্রবর্তনা রেখে যায়
যখন সে ডুব দেয় নদী আর বনশ্রী পথে
জোছনার উৎসব ভিড়ে সেই ডুবসাঁতারি
আর লক্ষ্য রাখে না

এই খেলা জানবে না
তৃষ্ণার মানে আর অভ্যর্থনা
এক নয় যাপন, দেখানো বন্দনা
স্বপ্নের কোন্ রঙে অচেনা পাখির পাখনা
দোল জানবে না

দোলপূর্ণিমা দেখা হলে অজানা জ্যোৎস্না আর
কেউ দেখবে না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা