মুখের গোপন
এই হিম লিখে রাখে বন্দিনী জলরঙ মুখের গোপন
পুরনো উপন্যাস, পুরনো পাঠাভ্যাস - মাঘের পাতায়
পেজমার্কার, আজকে হঠাৎ কেন হলুদাভ পাপড়ির
লুপ্ত ঘ্রাণের মাঝে কত কি কথা যে মনে কর;
যার হরফে বারুদ নাই, শুধু আছে শমীদীঘি জলকথা
মিহিনের ঢেউ, আর তো খোঁজেনি কেউ খোঁজের করুণ;
উপহারবৈশাখ রোদমলাটের বই এমন বুকের কাছে
আর কি রেখেছে কেউ, আদ্যপ্রান্ত পাঠ কতবার, মিশে থেকে
চোরাকাঁটার মাঠে ছুটে ছুটে কার আর ঘাসফুল রাত্রি অমন;
রাত ধরে জলরঙ, আঁধারবন্দিনীর হিমছাপ মুখের গোপন
=====================================
জানুয়ারী ২৫, ২০১২
পুরনো উপন্যাস, পুরনো পাঠাভ্যাস - মাঘের পাতায়
পেজমার্কার, আজকে হঠাৎ কেন হলুদাভ পাপড়ির
লুপ্ত ঘ্রাণের মাঝে কত কি কথা যে মনে কর;
যার হরফে বারুদ নাই, শুধু আছে শমীদীঘি জলকথা
মিহিনের ঢেউ, আর তো খোঁজেনি কেউ খোঁজের করুণ;
উপহারবৈশাখ রোদমলাটের বই এমন বুকের কাছে
আর কি রেখেছে কেউ, আদ্যপ্রান্ত পাঠ কতবার, মিশে থেকে
চোরাকাঁটার মাঠে ছুটে ছুটে কার আর ঘাসফুল রাত্রি অমন;
রাত ধরে জলরঙ, আঁধারবন্দিনীর হিমছাপ মুখের গোপন
=====================================
জানুয়ারী ২৫, ২০১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন