অনুকাব্য
১।
জেব্রা ক্রসিং এর শাদা ডোরা লাল
আর এইসব হত্যাপ্রবণ প্রগতি
২।
সেদিন ভূমিকম্পে নাড়িবদ্ধ মা আর শিশুকে আগলে রাখল এক মমতাময়ী নার্স --
আমরা আবার বাঁচতে শুরু করলাম
৩।
একদিন বোয়িং জিরো জিরো সেভেন-এর পিঠে চড়ে উড়ে আসুক
বিলুপ্ত সব পাখি
৪।
একটা শহর মানে বহু হৃদরোগী
৫।
এল,ই,ডি - প্লাজমায় গেরুয়া বড় অনুজ্জ্বল
জেব্রা ক্রসিং এর শাদা ডোরা লাল
আর এইসব হত্যাপ্রবণ প্রগতি
২।
সেদিন ভূমিকম্পে নাড়িবদ্ধ মা আর শিশুকে আগলে রাখল এক মমতাময়ী নার্স --
আমরা আবার বাঁচতে শুরু করলাম
৩।
একদিন বোয়িং জিরো জিরো সেভেন-এর পিঠে চড়ে উড়ে আসুক
বিলুপ্ত সব পাখি
৪।
একটা শহর মানে বহু হৃদরোগী
৫।
এল,ই,ডি - প্লাজমায় গেরুয়া বড় অনুজ্জ্বল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন