দৃষ্টিদহন থাকে অস্ত আলোয়

ঘুরপথে ডাকনাম অশ্রুত থেকে গেছে
অশ্রুত থেকে গেছে সবচেয়ে সেরা রূপকথা
অদেখাই রয়ে গেছে নীলতম জোনাক জ্বলন
বিষের আঁখর, আরো কত শত অপরূপ কথা

ছম-ছম ছায়া নৃত্যের এই সন্ধ্যায় মনে হলো,
ভুলে যাওয়াও এক প্রচ্ছন্ন সংগ্রহ
ভুলে যাওয়া ম্যাজিক ভোরের মুখ, ক্যাফেইনের রঙ...
এরপর অবিশ্রান্ত স্পষ্টাস্পষ্টি রোদ

বনবাসী মনে সন্ধ্যাঅন্ধকারে অরণ্য জেগে আসে
শ্যামদেহে অতসীর তারা,
আমি অগণন বকুলপাতের তলে বুক পেতে দেই
বুকের ভ্রমর গানে বন্ধুবৃষ্টি এলে
যমুনা আঁচল খুলে নদী সরে যায়
পোড়াবাড়ি দিক করে হাসতে গড়িয়ে যায় জলের ফিনিক

পাখিবদ্ধ আকাশে ঘুম ঢলে আসে
ঘুমের জগতে থাকে চোখখোলা ঘুমের অতল......

এই পাতালদুর্গে
শোকজাগিনা আমি রাত-ভোর-দিন
শুধু পাতাঝরা খরার চিহ্ন মুছে যাই -
পাথর ফাটিয়ে নাচঝর্না ফোটাই

জানি তার জল মেশে নাই দীঘল নদীর ঢেউ
যার পাড়ে পড়েছিল ঝিনুক-বাটির দিন
কাশফুল, শুদ্ধ অবকাশ

বিশোক অন্ধকারে অরণ্য জেগে ছিল
শ্যামদেহে অতসীর তারা
মুগ্ধমুখের কাছে জেগে জেগে উঠেছিল
নীল নীল হীরের ঝিলিক;
চৈত্রের চুমুকপ্রহরে
ঠোঁট জুড়ে ছেয়েছিল মদের শীতল

তারপর সংহার, তারপর আগুন পিপাসা
তারপর অস্ত আলোর আঁচে দাউ দাউ অন্তপশ্চিম

=============================


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিরীষকবিতা ;
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ সকাল ৯:৪৮

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুবাদ - Gloomy Sunday (আত্মহত্যার গান)

অনুবাদঃ “আফরি” –“ the most beautiful one!”

অনুকবিতা