পাখিকথা
এই অবেলায় বিজন বাড়ির পাশে
চিত্রা নদীর পথভোলা স্রোত
বেহাগ রাগের রাত্রিমদির
সুলক্ষণ এক স্বপ্ন ভেসে আসে
প্রস্তর আর মাটির কথা যত বাকী আছে
আজ বিকেলে দেখেছি তো মেঘ মিনারে
তার কারুকাজ রঙে রঙে আঁকা হয়ে আছে
রঙিন রঙিন নীল ভাঙা নীল উড়ন্ত আকাশে
ইচ্ছে ঘুড়ির সাথে
মুক্ত স্বাধীন পদ্য হতে
জীবনও যে ভীষন ভাবে উড়তে ভালবাসে
আজ তীর্থে তীর্থে বিবাগ যারে
অশ্রুবিদ্ধ করে
সাতজন্মের আগে - এই আমি যে পাখি ছিলাম
উড়েছিলাম, গেয়েছিলাম
আকাশ প্রদীপ জ্বেলেছিলাম
গাছ মাচানে বেঁধে ছিলাম ঘর,
আলোর ধারাস্নানে
উড়িয়ে ছিলাম ছিন্নপাতার ঝড় –
সেই কথাটি মনে পড়ে
নগর জ্বরে বিষাদ ঘোরে
এখনো যে মুক্তির গান-
এখনো যে
দিগন্তরের কাছে
মিহিন রোদের একটি বাড়ি আছে
মনে অন্তরঙ্গ গোপন টানের
সূর্যপানের, ইচ্ছে গানের
অগাস্ট ঘাসের সবুজ লেগে আছে
======================
(উৎসর্গঃ অসীম চক্রবর্তী - এক নিবিষ্টমনা শিল্পীকে---)
চিত্রা নদীর পথভোলা স্রোত
বেহাগ রাগের রাত্রিমদির
সুলক্ষণ এক স্বপ্ন ভেসে আসে
প্রস্তর আর মাটির কথা যত বাকী আছে
আজ বিকেলে দেখেছি তো মেঘ মিনারে
তার কারুকাজ রঙে রঙে আঁকা হয়ে আছে
রঙিন রঙিন নীল ভাঙা নীল উড়ন্ত আকাশে
ইচ্ছে ঘুড়ির সাথে
মুক্ত স্বাধীন পদ্য হতে
জীবনও যে ভীষন ভাবে উড়তে ভালবাসে
আজ তীর্থে তীর্থে বিবাগ যারে
অশ্রুবিদ্ধ করে
সাতজন্মের আগে - এই আমি যে পাখি ছিলাম
উড়েছিলাম, গেয়েছিলাম
আকাশ প্রদীপ জ্বেলেছিলাম
গাছ মাচানে বেঁধে ছিলাম ঘর,
আলোর ধারাস্নানে
উড়িয়ে ছিলাম ছিন্নপাতার ঝড় –
সেই কথাটি মনে পড়ে
নগর জ্বরে বিষাদ ঘোরে
এখনো যে মুক্তির গান-
এখনো যে
দিগন্তরের কাছে
মিহিন রোদের একটি বাড়ি আছে
মনে অন্তরঙ্গ গোপন টানের
সূর্যপানের, ইচ্ছে গানের
অগাস্ট ঘাসের সবুজ লেগে আছে
======================
(উৎসর্গঃ অসীম চক্রবর্তী - এক নিবিষ্টমনা শিল্পীকে---)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন