পোস্টগুলি

তার লেখা

স্বপ্নের চেয়ে জেগে ওঠা বড় রহস্যময়  কড়িশাদা ভোরে দেখি জীবন ফুটে ওঠে  আপনমুগ্ধ রাতকে ছেড়ে আসি, আলোক।  অন্ধকার বসন তোমার ছেড়ে যাও স্নানে  যে সুর ভেসে আসে, আর তারার কোরাসে লাগে কেন জানি কীরকম জ্যোৎস্নাব্যবহার!   পলাশ রেণুর মত ছড়িয়ে পড়ে ভাষা  নিশ্বাসে নীল ফুল ফোটে আর লেখাতে চায়  প্রহর, আর দিন, আর রাত। যেন মায়ের গন্ধ হাসিতে ফোটাতে চায় ছোট্ট শিশু,  অথবা রংধনু ভালোবেসে আঁকা প্রচ্ছদে রিতিমার কবিতার বই। টিপ ঝলমলে  এ সকালে আদিম মদিরাঘ্রাণ, রিতিমা ...  কবিতার বই খুলি, লেখা আছে দেখি স্পষ্ট  'ব্যথাকে জানো, রক্তিম -  তার রঙ ধূসর,   কারো চোখে আমার সমাধি দেখো' 

রাজা কাঁদে

তিতিরের নাচ যেন শেষ পারানি যেন এ মৈত্রী থাকে মরণের পরও  আলোপ আলোর আভা ভেসে ওঠে  গাঢ় হাসির প্রপাত থেকে স্নেহ ডেকে আনি  তৃণাদ বাছুর চোখে জল অম্লান দ্বীপাকার এই ভূমি হরিত পাবন  বিনতার চোখে যেন ধান অগণন  গ্রিনরুম থেকে আসে হাসি আর গান  হাসি-গান মৈত্রীর জীবন নাটকে  কালিক ব্যাথারা মরে মৃত্যু ত্রপায়  সহিষ্ণু মানুষের মিলন মেলায়  অযথাই রাজা কাঁদে শূন্য ফটকে 

প্রদাহ

নিদম জ্বলন সে যে বোঝে না যে কেউ  আধ-আধ কথা তার শিশু ভাবো তারে  কেউ ভাবে এই গাঁথা আহা প্রোন্নত  জয়ত্রী ঘ্রাণ এসে বুকে ঝরে পড়ে   বন বানীরের কাঁটা গুল্ম লতায়  এ পূজন প্রার্থীকে বানায় পূজক,   স্বপ্ন শব্দচাষ ঢাকাই মসলিন --   আমি ও আমরা হই তার ক্রীড়নক  পথিকৃৎ কারা এই নীল জোছনার  এইখানে মৃগনাভি ঘনঘোর বন  মালী তো দেয় না ঘ্রাণ ঐ লেবুঘাসে  আমি কার কে তোমার তারার বুনন   সুখ দেহি মায়া তুমি কার কাছে যাবে  বর্তুল সংসারে তুমি ঘুরেফিরে দেখ  কালসাপ বিষে আছে সংসার বিরাগী  প্রেরণার কাছে আছে কবিতাপ্রদাহ 

Rendition - 10

আর ফুল কেনা হয় না আমার, কত চাওয়া প্রতিদিন জমিয়েছি বুকে! কিছুটা হাস্যকর কিছু তার পাথর হয়ে ভারী হয়ে আছে। তবু আজ আমার চোখের দিকে কেঁদে গেল যেই রাস্তায় ফুল বিক্রেতা মেয়ে-- ভাবি, একবার তার চাওয়ার কাছে দীক্ষা নিতে যাই। *  I wish I could feel the love in my heart every day, but I don't buy flowers anymore! Something amusing, or something that feels like a boulder in my chest. But the girl who sells flowers on the street grieved after seeing my eyes ... I think I want to go to her to receive initiation from her needs.  

Rendition - 1

পুষ্প বিমর্ষ কিনা বোঝা দায়। সে যখন বিমর্ষ হয় তখন তার মরে যাবার সময়। ওটা মন খারাপ কিছু নয়, শেষ যাত্রার চিহ্ন। মনে রেখো, কোনো কোনো কবিরও আছে পুষ্পধর্ম। * It is unclear whether the flower is unhappy. When melancholy strikes, flowers perish. Instead of a terrible feeling, it signals the end. There are poets.

Rendition - 2

তবে আর কার কাছে যাবো? এবার বলেছি আমি তৃণ হই, মাটির গহনে তুমি মিশে যাও শেকড়ের মতো। তোমাকে গোপন কর, আর যদি সম্মুখে দাঁড়াও আবারো বলব - অই কাঞ্চনজংঘার সূর্যোদয়, তুমি কী দীপ্তি ছড়িয়েছো টিপে! মানুষের প্রিয় ঋতু জানতে চাইবে - কেমন আদরডাকে ঐ ঠোঁটে বাঁশি বাজিয়েছো কৃষ্ণকিশোর! এরকম সব প্রশ্নের কাছে পড়ে আছো জলে লেখা নাম এক উদাসীন মালা। তোমারও কি কেউ নেই? তবে আর কার কাছে যাবো! * Therefore, where should I go after that? As I have already said, I'll turn into grass, and you will enter like a root in the soil. Hide yourself, and if you stand in front of me, I will tell you again: oh, sunrise of Kanchanjangha, what light you spread from the tip of your forehead! People's favourite season will want to know - how you played the flute on your lips, Krishnakishore! All these queries with your name written in water make you look like you're wearing a careless garland. I thought you had someone. Then where should I go?

Rendition - 3

চোখে জাগে সূর্যমুখী ঠোঁটে ফোটে নরম বকুল, এরকম মেয়েবেলা বাজনায় ভরা ছিলো তার। আজ এতদিন পরে তার ঘরে অস্পষ্ট মন্দিরা শুনি, দেখি তার মুখ এক বিষণ্ন আয়না আর তাতে আমারি আদিম চোখ। * Her eyes reflected sunflowers, her lips were gentle, and her girlhood was full of music. Today, after so long, I hear the obscure cymbals in her room and see her face as a dismal mirror reflecting my primaeval eyes.

Rendition - 4

কেন আমায় অরণ্য চেনালে রাত্রি করে আসে... চেনা পথের স্বস্তি কেটে গেলে মোহের মতো অরণ্য দেখালে ধ্রুবতারা নিঃস্ব করে হাসে রাত্রি করে আসে শুধু রাত্রি করে আসে ------- Why did you acquaint me with the forest? Dusk approaches… The once-familiar path becomes impassable The woodland you've shown me is like an illusion Pole Star chuckles and makes me down and out Night comes silently… Night falls

Rendition - 5

Rendition - 5 * আমার মুগ্ধতা নিয়ে যাও জ্যোতির্ময়, নিয়ে যাও হৃদয়ের লোকসঙ্গীত শ্রাবণের মতো চারু মাস নিয়ে যাও। আমি কোথায় থাকি দেখে যাও সরল বাছুর কোলে করে ... * Take my charm, luminous star And the folk melody of my heart Take comely month of Shravan. Look where I live Carrying a tender calf...

শক্তি সমীপে

মেঘলা অশ্বত্থের এই সন্ধ্যায় একটু আগে বৃষ্টি এলো মাধুরীময় কবির জলস্তব্ধ চোখ আর তাঁর বৃষ্টি না মানা চুলের রমণীরা গায়  কারু খিলানের ঘরে সুরচিরনিশা যে কবি বলেছেন, শব্দ হাতে পেলেই আমি খরচা করে ফেলি, তিনি এখন বসে আছেন এইখানে, এই বিষণ্ণ রেল স্টেশনে। গাছেরা তাঁর কাছে আজ নীরবতা শিখছে। বর্ণের কেরোসিনরেখা  থেকে শব্দের চুপ ছায়াপাত আর মাতাল খুশিতে আঁকা অ্যান্ড্রোমিডা তুমি প্রীত হতে শেখনি, লিখেছ- অঙ্গুরী তোর হিরণ্যজল... মেঘলা প্রোজ্জ্বল