ছোট কথা
১ তুমি কি নদীর কেউ, সারেং-এর গান অষ্টপ্রহর ঢেউ, না ফেরা ডিঙির অভিমান ২ ঘুম থেকে স্বপ্নদের বাদ দিলে থাকে প্রকৃত ঘুম ৩ আলো আমায় চায়নি বলে রাত্রি আমায় ফিরতে বলে ৪ শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে ঝলমল, ভঙ্গুর জীবনের কাহিনী ৫ সন্ধ্যা রায় তুমি সীমিত সময় অনেক দিনের মতো নয় অনেক রাতের মতো নয় ৬ ছায়া যদি ছাপ রেখে যেত সবাই চিনে নিতো নাচের স্কুল ৭ তোমার বাড়ির পাশে গাছ হয়ে বাড়ছি, কোনো এক বিকেলে ছাদ ধরবো বলে ৮ পারফিউম থেকে সন্ধ্যা বাদ দিলে থাকে শূন্য হোটেলের লবি ৯ যতক্ষণ পূর্ণ থাকে কালো, মধ্য রাতের মতো মানুষ আবার লিখলে চিঠি অনেক কবিতা হোত ১০ উপহার * 'যাই'-বলে সন্ধ্যা চলে যায়... নেশার পানীয় ঘুরে চোখে আর দুই চোখে বসে। 'যাই'- বলে নদী চলে যায় অবয়ব তবু তার থাকে; উপহার দিয়েছিলে নির্লিপ্ত ঘড়ি 'যাই'- বলে বার্ধক্য দিয়ে যায়। ১১ যার স্বজন গেছে তাকে নিভৃতে জিজ্ঞেস কোর মৃত্যুই স্তব্ধতা নয় বেঁচে থাকাই স্তব্ধতার শেষ কথা ১২ সঞ্চয়হীন আমার এই নীল তাঁবুতেই ঘর রঙের বাটি ঢালতে কেন চাও অশ্রুর চেয়ে দামী হলে ফিরে যাও ১৩ পাথর হয়ে পড়ে আছি, ক্ষয়ের কথা ভোল ঝর্না আমার বুকের ভেতর ছলকে ঝলোমলো ১৪ খাট * আমরা সবাই ...