পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছোট কথা

১ তুমি কি নদীর কেউ, সারেং-এর গান অষ্টপ্রহর ঢেউ, না ফেরা ডিঙির অভিমান ২ ঘুম থেকে স্বপ্নদের বাদ দিলে থাকে প্রকৃত ঘুম ৩ আলো আমায় চায়নি বলে রাত্রি আমায় ফিরতে বলে ৪ শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে ঝলমল, ভঙ্গুর জীবনের কাহিনী ৫ সন্ধ্যা রায় তুমি সীমিত সময় অনেক দিনের মতো নয় অনেক রাতের মতো নয় ৬ ছায়া যদি ছাপ রেখে যেত সবাই চিনে নিতো নাচের স্কুল ৭ তোমার বাড়ির পাশে গাছ হয়ে বাড়ছি, কোনো এক বিকেলে ছাদ ধরবো বলে ৮ পারফিউম থেকে সন্ধ্যা বাদ দিলে থাকে শূন্য হোটেলের লবি ৯ যতক্ষণ পূর্ণ থাকে কালো, মধ্য রাতের মতো মানুষ আবার লিখলে চিঠি অনেক কবিতা হোত ১০ উপহার * 'যাই'-বলে সন্ধ্যা চলে যায়... নেশার পানীয় ঘুরে চোখে আর দুই চোখে বসে। 'যাই'- বলে নদী চলে যায় অবয়ব তবু তার থাকে; উপহার দিয়েছিলে নির্লিপ্ত ঘড়ি 'যাই'- বলে বার্ধক্য দিয়ে যায়। ১১ যার স্বজন গেছে তাকে নিভৃতে জিজ্ঞেস কোর মৃত্যুই স্তব্ধতা নয় বেঁচে থাকাই স্তব্ধতার শেষ কথা ১২ সঞ্চয়হীন আমার এই নীল তাঁবুতেই ঘর রঙের বাটি ঢালতে কেন চাও অশ্রুর চেয়ে দামী হলে ফিরে যাও ১৩ পাথর হয়ে পড়ে আছি, ক্ষয়ের কথা ভোল ঝর্না আমার বুকের ভেতর ছলকে ঝলোমলো ১৪ খাট * আমরা সবাই ...

দেখা মানে অরণ্যে অচেনা ফুল - ৪

১ কেন আমায় অরণ্য চেনালে রাত্রি করে আসে... চেনা পথের স্বস্তি কেটে গেলে মোহের মতো অরণ্য দেখালে ধ্রুবতারা নিঃস্ব করে হাসে রাত্রি করে আসে শুধু রাত্রি করে আসে ২ বুকের পাঁজর অতো নরোম নয়, কীভাবে নেবে যশোদার শিশুর হাসি, পড়ে থাকা জীবনের ঘুম! ৩ মন পোড়ে আর রঙিন পাখি ওড়ে, সন্ধ্যা দিয়ে বাঁধিয়ে রাখি ঘরে। ৪ ফাগুনে শ্রাবণ থাকে, থাকে অন্তমিলে ফাগুনে প্রকৃতি শুধু চোখ মুছে ফেলে ৫ যদি শুধু হাসি হও তুমি তত তুমি নও ৬ যেইখানে ছোঁয়া ঘর করে মেলায় একটি লোক হুইল চেয়ারে ৭ তৃণ মরে যায় পাখির বাসা হবে বলে ৮ মেলানকলি * ডে-কেয়ারের চাকরীটা চলে গেল নিঃসন্তান মা'র ৯ অন্ধকে পায়নি চাঁদ, তাই সে রাতে এসেছে ১০ তন্ময়তা তোমার কী আছে পরিচয় ধ্যান সে তো প্রেম, মৃত্যু পরিণয় ১১ রাত্রি কখনো বোবা কখনো বা পুরনো বন্ধুর দল ১২ অন্ধ তবু 'নেচে ওঠো', বলি নূপুর হতে সোনার মতো জ্বলি ১৩ আদুরে বেড়াল ছানা আমাদের ঘরে থাকে পিতৃমাতৃহীন, মৃত্যু একা থাক। ১৪ রাত্রি ও পুত্রের মাঝে দেয়ালে মায়ের ছবি আছে ১৫ নত সন্ধ্যা নেই তবু বুকে শঙ্খ ঘোষ আমার চারিদিকে মানুষ মানুষ ১৬ কার বাছুর হারিয়ে গেল, যুবক মিছেই পলাশ আনে দুঃখ হলে ছোট্ট গ্রামে সবাই জানে সবা...