প্ত্রালিকা - ৭
১} ছড়াকাটা * ধীরে ধীরে ভেসে আসে রাগ বারোয়ারি সাগরমেখলা যে সবুজের বাড়ি মৌ মৌ গুঞ্জন রোদ বালুচরী হৃদয় দেউল তার মায়া ছড়াছড়ি দেখা হবে আরশিতে আলোক - আঁধারি সিঁদুরে রঙিনে হবে রেণু ওড়াউড়ি তার কাছে পাখি হব মরে যাবো ভারি ভ্রুরেখা ধনুক যার রূপের প্রহরী ২} অনেক যুদ্ধ করেছি এ জীবনে , মঞ্জীরে শুনেছি কত রক্ত কথা কয় ... জিতেছি বহুবার তবু আনন্দ কোথায় , কোন কলিরকাননে ? একবার কানামাছি খেলতে গিয়ে হেরে গিয়েছিলাম এক শিশুর সাথে । শিশুর কাছে পরাজয়ের এমন আনন্দ আর কোথাও পাইনি । ৩} এমন বিভোর আগে হই নি কখনও , সবাই দেখলো ফলবতী ঋতু - আঙুর শিল্পীর প্রেম । বেজে গেলো মগ্ন ভায়োলিন । আমি যেন হঠাৎ ঢুকে গেলাম রাতে চোখ ধাঁধানো ভেনাস জুয়েলার্স । শুনলে না গোপন করতালি , এমন নাচলে তুমি যেন সামনে কেউ নেই ! ৪} যদি পারতাম ছুঁড়ে দিতাম এই পোখরাজ বিহ্বল সব রাতের শুক্তির বুকে জমা মণিদীপিকা যদি পারতাম মুছে দিতাম সব আক্রান্ত ঘুম কিন্তু আমি তা পারি নি হে প্রাত্যহিকপ্রয়াণ কবিত...