পুনর্জন্ম
আকাশ জ্বললে আমি দ্রুত ছাদ থেকে নেমে পড়ি
চাঁদকণা উড়ে আসে বাতাসে। জানালার ফ্রস্টেড গ্লাসে
শিউলির গালছাপে হাত বুলিয়ে দেই; সুন্দর নিষ্ফলা বড়
রাত্রি জাগিয়ে চলে গাছ, নদী, শিউলির তাথৈ বেদনা
নৈঃশব্দের কোলাহলে সজাগ ঘুমের প্রেরণা জেগে থাকে
জেগে থাকে আদিম আগুন, জেগে থাকে ঐ দূর থেকে
ভেসে আসা রাতের ট্রেনের হুইসেল। ভাঙ্গাচোরা শুরু করে
ছায়ার নেশার অভিশাপ।
জীবনের মৃত্যু হয় না তো, হারিয়ে যায় শুধু।
মুখর নির্জনতায় অন্ধকার রেখে যায়,
দূরতার হাহাকার – তার দেশে উড়ে চলা
ঘূর্ণি মেঘের তুরপুন, গভীর - গভীরতর রাত, পায়ে প্রলয় ঝুমুর---
অনভিজ্ঞ হাত নাহয় পাতাই স্পর্শ করেছিলো বেখেয়ালে
তাতেই ঘুমিয়ে গেছে সবুজ প্রহর - লজ্জাবতীর মুখ!
সহিষ্ণু ভোরের আলোয় ধীর লয়ে খুলে যায় বীজকোষ
কোমল পাতার মুখে আদি সবুজের ছাপ
আমি চিৎকার করে উঠি, শোনো! গত রাতের অন্ধকার
এই শমী সবুজের আলো দেখে যাও, শিশু সূর্য গড়িয়ে পড়
ফুলঝুরি হয়ে; কে এসেছে দেখে যাও চোখের আলো
- অতীত হেসেছে দেখে যাও।
চাঁদকণা উড়ে আসে বাতাসে। জানালার ফ্রস্টেড গ্লাসে
শিউলির গালছাপে হাত বুলিয়ে দেই; সুন্দর নিষ্ফলা বড়
রাত্রি জাগিয়ে চলে গাছ, নদী, শিউলির তাথৈ বেদনা
নৈঃশব্দের কোলাহলে সজাগ ঘুমের প্রেরণা জেগে থাকে
জেগে থাকে আদিম আগুন, জেগে থাকে ঐ দূর থেকে
ভেসে আসা রাতের ট্রেনের হুইসেল। ভাঙ্গাচোরা শুরু করে
ছায়ার নেশার অভিশাপ।
জীবনের মৃত্যু হয় না তো, হারিয়ে যায় শুধু।
মুখর নির্জনতায় অন্ধকার রেখে যায়,
দূরতার হাহাকার – তার দেশে উড়ে চলা
ঘূর্ণি মেঘের তুরপুন, গভীর - গভীরতর রাত, পায়ে প্রলয় ঝুমুর---
অনভিজ্ঞ হাত নাহয় পাতাই স্পর্শ করেছিলো বেখেয়ালে
তাতেই ঘুমিয়ে গেছে সবুজ প্রহর - লজ্জাবতীর মুখ!
সহিষ্ণু ভোরের আলোয় ধীর লয়ে খুলে যায় বীজকোষ
কোমল পাতার মুখে আদি সবুজের ছাপ
আমি চিৎকার করে উঠি, শোনো! গত রাতের অন্ধকার
এই শমী সবুজের আলো দেখে যাও, শিশু সূর্য গড়িয়ে পড়
ফুলঝুরি হয়ে; কে এসেছে দেখে যাও চোখের আলো
- অতীত হেসেছে দেখে যাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন