পোস্টগুলি

2025 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কথা কিছু কিছু

১। মৃত জীবনের ক্লান্তিতে হাসো এখনো যে গান ভালোবাসো ২। মৌন-কে ভালোবেসে দেখেছি আমি - কথা বলে ৩। গল্পটা তোমার হলে, শেষটাও তোমারই লিখে যেতে হবে ৪। এ পৃথিবী যুদ্ধময় মৃত্যুতে সমাপ্তি হয় ৫। ফেরার পথে দেয়াল তুলে বলছ কেন আসছ না ৬। সঙ্গীতকে শুনি বেশি, মানুষ শুনি না ৭। জীবনে শুদ্ধি শুধু নয়, প্রেরণা দিও ৮। বলা যায় এ কথাটা কত অনায়াসে আমাদের মন বড় স্মৃতি ভালোবাসে ৯। নিত্য ধারার দিনে কাজ শেষে সন্ধ্যা স্নানে কবিতা আসে না ১০। আমরা অন্ধকারের জীব ভোর আসবেই মির্জা গালিব ১১। চল ফের অচেনা হই দু'চোখের টানে বই নাম না জানার ব্যথা ১২। আমাদের ইচ্ছেরা তারা ভরা রাত ভূমি থেকে তাকালেই আকাঙ্ক্ষা বাড়ে শেষ বর্ষাত তুমি দিও না আমারে-- ভিজে যাওয়া কান্নার অশরীরি হাত ১৩। তবলার ধুন যেন হাসি আর ধ্যান তবলার বোলে যেন ঈশ্বর পেলেন, জাকির হুসেন ১৪। এ দেশ ভুলেছে সব, কীভাবে পেলাম; রক্তস্মৃতি, পৃথিবীরে তোমাকে দিলাম। ১৫। কথা কত সুন্দর নিজেদের কথা কত নিজ হেলাল হাফিজ ১৬। আলো তারাকে বলেছি খুঁজে দাও অন্ধকারের স্বীকৃতি নাও আর খুঁজে দাও বাক্‌শক্তিহীন তার মুখ ১৭। মেহেদীকে ছাড়িয়ে যায় নখ ১৮। আমার মন মানে না কথা শোনে না এরকম লেখারা সে আঁকে ...