তার লেখা
স্বপ্নের চেয়ে জেগে ওঠা বড় রহস্যময় কড়িশাদা ভোরে দেখি জীবন ফুটে ওঠে আপনমুগ্ধ রাতকে ছেড়ে আসি, আলোক। অন্ধকার বসন তোমার ছেড়ে যাও স্নানে যে সুর ভেসে আসে, আর তারার কোরাসে লাগে কেন জানি কীরকম জ্যোৎস্নাব্যবহার! পলাশ রেণুর মত ছড়িয়ে পড়ে ভাষা নিশ্বাসে নীল ফুল ফোটে আর লেখাতে চায় প্রহর, আর দিন, আর রাত। যেন মায়ের গন্ধ হাসিতে ফোটাতে চায় ছোট্ট শিশু, অথবা রংধনু ভালোবেসে আঁকা প্রচ্ছদে রিতিমার কবিতার বই। টিপ ঝলমলে এ সকালে আদিম মদিরাঘ্রাণ, রিতিমা ... কবিতার বই খুলি, লেখা আছে দেখি স্পষ্ট 'ব্যথাকে জানো, রক্তিম - তার রঙ ধূসর, কারো চোখে আমার সমাধি দেখো'