পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তার লেখা

স্বপ্নের চেয়ে জেগে ওঠা বড় রহস্যময়  কড়িশাদা ভোরে দেখি জীবন ফুটে ওঠে  আপনমুগ্ধ রাতকে ছেড়ে আসি, আলোক।  অন্ধকার বসন তোমার ছেড়ে যাও স্নানে  যে সুর ভেসে আসে, আর তারার কোরাসে লাগে কেন জানি কীরকম জ্যোৎস্নাব্যবহার!   পলাশ রেণুর মত ছড়িয়ে পড়ে ভাষা  নিশ্বাসে নীল ফুল ফোটে আর লেখাতে চায়  প্রহর, আর দিন, আর রাত। যেন মায়ের গন্ধ হাসিতে ফোটাতে চায় ছোট্ট শিশু,  অথবা রংধনু ভালোবেসে আঁকা প্রচ্ছদে রিতিমার কবিতার বই। টিপ ঝলমলে  এ সকালে আদিম মদিরাঘ্রাণ, রিতিমা ...  কবিতার বই খুলি, লেখা আছে দেখি স্পষ্ট  'ব্যথাকে জানো, রক্তিম -  তার রঙ ধূসর,   কারো চোখে আমার সমাধি দেখো' 

রাজা কাঁদে

তিতিরের নাচ যেন শেষ পারানি যেন এ মৈত্রী থাকে মরণের পরও  আলোপ আলোর আভা ভেসে ওঠে  গাঢ় হাসির প্রপাত থেকে স্নেহ ডেকে আনি  তৃণাদ বাছুর চোখে জল অম্লান দ্বীপাকার এই ভূমি হরিত পাবন  বিনতার চোখে যেন ধান অগণন  গ্রিনরুম থেকে আসে হাসি আর গান  হাসি-গান মৈত্রীর জীবন নাটকে  কালিক ব্যাথারা মরে মৃত্যু ত্রপায়  সহিষ্ণু মানুষের মিলন মেলায়  অযথাই রাজা কাঁদে শূন্য ফটকে