ছোট কথা - ২
১ আকাশ মৃত, যতবার আকাশে তাকাই ২ অন্ধের কাছে আয়না মানে কাচ, পুষ্প মানে পুষ্প ৩ সিঁদুরের বিরহ শরীরে নিয়ে কৃষ্ণচূড়া ফোটে ৪ নীরবতায় আছে হারানোর ইতিহাস। পাতাশূন্য গাছের কাছেও হাওয়া আসে কিন্তু তাকে মৌন দেখায়। ৫ আনত চোখ এক শিরীষের ছায়া ৬ দেখা আর অদেখা- খুশি, অশ্রুসজল চোখ বুজলে ঘুম, চোখ খুললে কাজল ৭ পলিও স্মৃতির মতো ছায় পলি পড়ে নদী মরে যায় ৮ বৃক্ষরা যদি হেঁটে যেতে পারতো, ছায়া নিয়ে হেঁটে যেত পুড়ে যাওয়া কৃষকের কাছে ৯ তুমি কার দর্পণ? বন্দী করেছো এক মুখ, নিলীন সানাই - তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই ১০ তোমাকে করতলে গুটিয়ে রেখেছিলাম এতদিন, হাতের রেখায় এখন অগুনতি মাইলপোস্ট ১১ নদীর কবিতা পড়ে সময় বৃষ্টির দ্বন্দ্ব পড়ে চোখ; নদীর কবিতারা নির্ভয়, জল নদীটির অভিমুখ। ১২ শিশুর হাত ধরে হেঁটে দেখো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, মা'র কাছে যাবে ১৩ কাঁটা এক অর্বাচীন নিষেধ, গোলাপের ওড়না সে নয় ১৪ পিয়ানো-সকাল থেকে আলো মুছে দিলে শীত আসে মনে হয় ভুলে যাওয়া নীলে শীত আসে মনে হয়, তুমি তা না হলে আঙুল গুটিয়ে কেন পিয়ানো-সকালে? ১৫ ছায়া যদি ছাপ রেখে যেত সবাই চিনে ...