দেখা মানে অরণ্যে অচেনা ফুল - ৩
১ আলোর হনন কথা তার- জ্যোৎস্নাপাতে অন্ধ হল ভুলে সে গান গায়নি লালন আর, সরলতা মরে যাবে বলে ২ একা রঙের কোনো মূল্য নেই ফুলে লাগলে প্রজাপতি মন কপালে লাগালে শুভ সিঁদুর শব্দ কবিতার রং ৩ অমরত্ব * মৃত্যুর মৃত্যু হোক জীবনানন্দ হোক ৪ জাগালেই কাঁদবে যদি ঘুমিয়ে যাও যেখানেই যাবে কংকন রেখে যাও শিশু শোক রেখে যাও খেলা রেখে যাও রেখে যাও ব্যথা বিষ তোমার আনন্দে যাও জাগালেই কাঁদবে যদি ঘুমিয়ে যাও ৫ রাত্রি ঘুমায় না তো, সকলে ঘুমায় ফুল ফুটিয়ে রাত মৌন চলে যায় ৬ চোখ রঙে মন শঙ্খচিল আকাশ শূন্য বলে নীল ৭ আয়নার নিঃসঙ্গতা মানে একদল আত্মহত্যা প্রবণ মানুষ ৮ কাছে থাকো অধরা ঝরা পাতা দূরে যায় কই গাছের কাছেই পড়ে থাকে ৯ নিজেকে নিঃস্ব করে লেখে, কবি এক বিপন্ন কাঠপেন্সিল ১০ অন্ধের স্নান * নদী তারে ডেকেছে মিথিলা রূপ বলে, সে তো আমার মেনেছে সে আলো-অবহেলা ডুব দিয়ে উঠলো না আর ১১ লিখে দেখ জীবনী, মানুষ এক রক্ত-দোয়াত ১২ মেকাপ * কুয়াশা রঙিন হলেও আবছায়া কাটে না ১৩ ঠাকুর আসে না আসে জনহীন জীর্ণ দেবালয়ে একটি হরিণ আসে একটি জীবন আসে জোনাক-জোনাকী আসে সন্ধ্য...