দেখা মানে অরণ্যে অচেনা ফুল - ২
১ এইসব হিমদিন, পাতার মর্মরে ঢেকে গেছে নাচের আওয়াজ। ফেলে যাওয়া যুগল নূপুর তার ধরে আছে অসহ ব্লিজার্ড ... শী ইজ জানুয়ারী ২ গতি ছাড়া হরিণের আর কোনো অস্ত্র নেই, নিশ্চলতা ছাড়া ঈশ্বরের ৩ রাত্রি কবিতার বোন, নক্ষত্ররা কবিতার অক্ষর ৪ ছাপ পড়ে না রূপের মুখে, কে জানে সে পরিণাম ঝিলম তোমায় ছুঁয়ে ছিলাম, ঝিলম একটি নদীর নাম ৫ এরকম উদ্ভ্রান্ত ভ্রমণের আগে তোমার বাড়ির দিকে কোনো পথরেখা ছিল না ৬ নিবেদন আর বিনিময়ের সব পুষ্পই কিন্তু মৃত ৭ কত যে কথারা ভোর চতুরের গান- ধমনীতে লাল হাহাকার বিজনে কাজল জমে অতুলনীরব, মেনে নিল গোধূলি আমার ৮ দেহই সবকিছুর আকর। আত্মা বলতে কিছু নেই। ৯ এখনো সিদ্ধার্থের মুদ্রিত চোখ আর ধ্যান-ছবি ভালোবাসি, আলোকিত নৃত্যাগার আর শ্মশানের স্তব্ধতা এখনো ছড়ায় শত মোহনাম। এখনি আমার মৃত্যু হবে না। ১০ অগুনের শিখা আর কী পোড়াতে জান? চোখ শুকালো না যদি, তবে দাহ কেন ! ১১ মনও হরিয়াল হরিয়াল বলে ডেকে ওঠে পশ্চিমে উড়ে যায়... প্রাণও খাঁচার পাখি, মানুষের পোষা হয়ো না ১২ কান্না নয়, এখন বৃষ্টি দেখে মনে হয়- হেমন্ত এক কৌটো রক্তসিঁদুর; এখন বৃষ্টি দেখে মনে ...