পোস্টগুলি

জুলাই, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পত্রালিকা - ৪

১} এরকম নম্র বৃষ্টির রাতে চলে যেও ডালিমবনে দূ...র সঙ্গে নিও না কিছু এই যে এমনকি আমাকেও, যে বলেছিলাম- বিদায়ের আগে দেখা করে যাব ২} ধূসর বৃক্ষ যেন, ধরে রয়েছি রূপের বিনাশ লতার নিটোল ভঙ্গিমায় তবু অলীকের ডাক, ছুঁয়ে দাও শোভন পলকে এই জন্মে হয়ে উঠি তবে- একটা জীবন। ৩} সিঁদুর রেখার পথ চলে গেছে অন্ধকার চিরে চিহ্ন পাই, সেইখানে অন্ধ চিহ্ন পাই প্রিয় ভুল - হাত নেড়েছিলে ৪} কার কাছে এ আত্মদান কথোপকথনের মিহিজাল, কার চোখে নীলতারা ভেসে ওঠে বেজে যায় কবিতার ছায়া আঁকা হৃদিগান কার কাছে এ আত্মদান ! ৫} তার মুখ দেখলে ভয় হয় বৃষ্টি ঢেলে দেয়া একটা ভোর অথবা ধূপের সন্ধ্যায় যে আমাকে চিনিয়েছিল কান্তির নাম, হাসির মত ফুল বলেছিল - এই তো তোমার আলিঙ্গনের মিতা... জাদুকরের অলৌকিক পায়রার মত সেই মুখ অবশেষে যা এক বিষণ্ণ রুমাল ৬} এসো দৃষ্টিস্নানের আগে এই চোখ স্বপ্নপরায়ণ তবু যে ভাবনা ঘুমের আগে তন্ময় করে রাখে তা সুদূরতা, অন্য কিছু নয় রাত ঘন হয়ে এলে এসো ৭} অপলক জাদু দৃশ্যের কাছে গিয়েছি কতবার সুর অনুরক্ত রাত যাই তুচ্ছ শিসের কাছে বৃক্ষ নির্জনে করুণার কাছে গিয়েছি একবার আহা বালক হৃদয় হা...