পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কথা কিছু কিছু...

১. আর আমাকে কিছু বলতে হবে কেন ? প্রার্থিত আকাশ ছেড়েছি আমি দলছুট পাখি , পেয়েছি আড়ালের বর্ণপরিচয়। জ্যোৎস্নার উপচে ওঠা আলোর অনুগামী বলেই হারিয়ে গিয়েছি। আর আমাকে কিছু বলতে হবে কেন , বন্ধুমণি! ২. পুষ্প আরতির অপেক্ষায় নীল প্রজাপতি জানালায় চোখ মেলা বাদলের সুর খেলা , মিতালী পড়তে জানে তোমার চোখ। আমারও অপেক্ষা একটা পুষ্প আরতি নীল প্রজাপতি মোহন বাতায়ন ৩. ডুবতে চেয়েছি অথচ সে সময় ছিল ভুল সন্ধ্যার আলো , ধু ধু বালুচর ৪. যন্ত্রণার চেয়ে তীব্র বিঁধে আছে প্রীতি তারার মত অন্ধকার হরিণীর মত ব্যর্থ ছুট জীবনের যত ক্ষতি... ৫. খিলখিল তারাটির সাথে এ চোখের আলো বিনিময়ে এলো অঝোর শ্রাবণ ৬. দেখা মানে অরণ্যে অচেনা ফুল জানা মানে ছুঁয়ে ছুঁয়ে... দূর আর স্মৃতি মানে গহীনগন্ধ তার ৭. মায়া আর অভিমান ফুল হয়ে ফুটেছে , আর কে কাজল মেখে রাত্রির মত চেনা ! ৮. দূরে থেকে অন্তরে দেখেছিরে যারে , রাতের কিনারে চোখের দেখায় তারে যন্ত্রনা বাড়ে ৯. হারিয়ে গেছে বাড়ি ফেরার পথ বিদায় বিদায় বলে বাউল হয়েছে সন্ধ্যারা ... আমরা ১০. আমার বেদনার রক্তজবা ফুটে আছে গহন রাত্রির বাড়ি...