চুপকথারা...
{১} ওরকম বেলা ছিল প্রথার বিরোধ ওরকম চুপচাপ বসা, যেন কোন কথা নেই আর। বালিঘড়ি শিরশির বালি, পলাতকা আলো পড়ে পায়ের ঘুঙুর তার কারুছবি আলোর মোহর। হাওয়াকেও বলা ছিল উড়ানের ছন্দ পড়ার; সন্ধ্যার কথা নিয়ে বসে ছিল-- যেন কোন কথা নেই আর {২} বিরুদ্ধ চিন্তা শুধু জল ভাবে, সেতু নয়- নৌকোর অপেক্ষা তবু ভাল; জাল ছুঁড়ে মার তবু জলে থাকি শিকারগন্ধী মাছ {৩} কত শীত এসে কেঁদে গেল তবু ঘুম এলো না, সুপর্ণা {৪} কুয়াশা-আয়না বড় বেমানান মনে হলে- চোখ থেকে হৃদয় অবধি সড়কে সে আর যায় না। পুষ্পপ্রবণ মন ফাগুনে আগুন ছোঁয় শীত পোহাতে আসে না। {৫} সবুজ টেনিস বল হয়ে আছি শারাপোভা ছুঁড়ে দাও আলোরেখা অন্ধ মাতাল এইস- কে ফেরায়, দেখি। {৬} মায়া সাইরেন, কতভোর বাজে! এখনই যাব সুরাসক্তি ভুলে; আলোকরা আকাশ মরিয়া ডাকে- আয় আয় বাগানবাড়ির আড়ি পাতা রোদছেলে, দেখ শ্রাবণের গ্রীবা থেকে এসে গেছে উড়োচিঠি-- এসেছেরে মুখরিতা রোদ {৭} ওষ্ঠ থেকে নেমে এসো নীল তন্দ্রা লতা আমাতে প্রোথিত হও একতারা মনের মানুষ বাস কর বেঁচে থাক বিষয়-মগজে দামাল সাঁতারের ঝোঁক {৮} তারা ...... রাতের নেকা্বে কার চোখ অজস্র ঝিলমিলে জাগে ! {৯} আহা জলের ঘরটি অই মুক্তির রুপালী আঁধার বেলা অবেলার খু...