বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য
দেখেছি পৃথিবী এক পলক পড়ার মত সুধীর চলন তারাতোলা আকাশ শরীরে যার বিজলী ধনুক আষাঢ় অধীর রাতে বুক পাতি জল নির্জন... এখন আমরা যেন পৃথিবীর নই বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য, এই বজ্রগর্ভ রাতে ইথারে ছড়িয়ে তার শ্লোক বুকে লই হৃদি জাগো হৃদি জাগো রাত্রিশ্মশানে দোলে থৈ থৈ কৃষ্ণবাতাস সুপ্ত পয়ার প্রেমে প্রতীকহীনারে তুলে আনো, ঘুমলি তেপান্তর ছেয়ে যেন নারীর স্বভাব ছুঁড়ে দাও, মুদ্রা যত জানো আহা পলক পড়ার মত সুধীর চলন তার রূপরাশি প্রাণের মোহন তারাতোলা আকাশ শরীরে ছিল চুপ গজলের সুর জেগে ছিল মহেন্দ্রক্ষণ মাভৈ মাভৈ যাও বুক পাতো নীল নির্জনে চোখ জাগো ভোর দেখ রূপরাশি দিন বর্ষায় অন্ধ অন্ধ হোক চিতাচোখ হরিণ মায়ায় =========***========= 17/06/2011