পোস্টগুলি

জুন, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য

দেখেছি পৃথিবী এক পলক পড়ার মত সুধীর চলন তারাতোলা আকাশ শরীরে যার বিজলী ধনুক আষাঢ় অধীর রাতে বুক পাতি জল নির্জন... এখন আমরা যেন পৃথিবীর নই বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য, এই বজ্রগর্ভ রাতে ইথারে ছড়িয়ে তার শ্লোক বুকে লই হৃদি জাগো হৃদি জাগো রাত্রিশ্মশানে দোলে থৈ থৈ কৃষ্ণবাতাস সুপ্ত পয়ার প্রেমে প্রতীকহীনারে তুলে আনো, ঘুমলি তেপান্তর ছেয়ে যেন নারীর স্বভাব ছুঁড়ে দাও, মুদ্রা যত জানো আহা পলক পড়ার মত সুধীর চলন তার রূপরাশি প্রাণের মোহন তারাতোলা আকাশ শরীরে ছিল চুপ গজলের সুর জেগে ছিল মহেন্দ্রক্ষণ মাভৈ মাভৈ যাও বুক পাতো নীল নির্জনে চোখ জাগো ভোর দেখ রূপরাশি দিন বর্ষায় অন্ধ অন্ধ হোক চিতাচোখ হরিণ মায়ায় =========***========= 17/06/2011

লিরিকানুবাদঃ Mere Nainaa Saavan Bhaadon

চোখে আমার আষাঢ় শ্রাবণ তবু মনে পিপাসা তবু মনে পিপাসা উদাসী এই মনে, কী খেলা কে জানে ব্যথা ভরা গান, কোথা থেকে যে কণ্ঠে ভেসে আসে, সুদূরের আভাসে ভুলেছ তুমি, ভুলে ভুলেও মনে রেখেছি আশা, তবু মনে পিপাসা পুরনো সব কথা, জীবনের কথা এখন মনে হয় ভুলে গেছ তুমি নয় কিছু ভোলনি, বৃষ্টিনাচের কাহিনী মৌসুম ফেরে, দেয় ফিরিয়ে মিছে মনের আশা, তবু মনে পিপাসা দিন তো চলে গেছে, মনে সে আজ পড়েছে বিজলী হয়ে যেন আকাশের গায় ভেসেছে অতীতরেখা, পেয়েছি তোমার দেখা মন আর চোখের অবোধ খেলায় খেলছে আশা-নিরাশা, তবু মনে পিপাসা ======================== Get this widget | Track details | eSnips Social DNA (hmm hmm, haa haa haa) -2 (mere nainaa saavan bhaadon (phir bhi meraa man pyaasaa..) -2 ) -2 ai dil deevaane, khel hai kyaa jaane dard bharaa ye, geet kahaaN se in honThon pe aaye-ey-ey, door kahin le jaaye bhool gayaa kyaa, bhool ke bhi hai mujhko yaad zaraa saa.., phir bhi meraa man pyaasaa baat puraani hai, ek kahaani hai ab sochooN tumhen, yaad nahin hai ab sochooN nahin bhoole-ey-ey, vo saavan ke jhoole rut aaye rut j...

অনুবাদঃ I Am Not Alone

মুলঃ I Am Not Alone by Gabriela Mistral আমি তো একলা নই আসমুদ্রহিমাচল একাকিনী রাত এই তোমাকে যে দোলা দেয় সে আমি তো একা নই ! আকাশও একলা খুব সাগরে ভেসেছে চাঁদ তোমাকে যে ধরে আছি আমি তো তোমারি হই ! ধু ধু এই পৃথিবীর শরীরে লেগেছে শোক তোমাকে জড়িয়ে তবু আত্মায় মিশে রই ! ========= I Am Not Alone The night, it is deserted from the mountains to the sea. But I, the one who rocks you, I am not alone! The sky, it is deserted for the moon falls to the sea. But I, the one who holds you, I am not alone! The world, it is deserted. All flesh is sad you see. But I, the one who hugs you, I am not alone! ============== June 13, 2011

অতন্দ্রিতা, একদিন তুমিও ঘুমিয়ে ছিলে

সুচারু আলোয় লেন্সের কুয়াশা মুছে ফেলেছিল সেইদিন সমুদ্রমুসাফীর লোনা হাওয়ায় উডস্পাইস - নীলাঙ্গ আকাশের তলে ডাবসবুজের দেশে কঙ্গোর তালে তালে গুরিয়া রানী’র নাচ তার সাথে নেচে নেচে সহস্র সোনালী হীরের মত রাজফড়িং মুছে দিচ্ছিল নৈঃশব্দ্যের পরিচয়... কিছু কিছু চিহ্নাবলী আনে ভুল সংকেত দৈবলব্ধতা বলে কিছু নেই - কিছু নেই কিছু কিছু মোমরাতে লেগে থাকে গুপ্তির ধার পুড়ে যাওয়া শর্ষেজমিন জীয়ন আঙ্গুলে থাকে উচ্ছন্নের ফ্যান্টাসি কেউ কেউ চিরকাল ঘনায়মান অন্ধকারে আক্রান্ত থেকে যায় কারো আঁধারতাপে জ্বলে গেল সারি সারি আমলকী বন কারো কারো সঙ্গোপন - ঝলমল দিনদুপুর কেউ জানে বিজুলি গুমর কারো বুকশ্বাসে দিগন্তদখিণার ঘোড়সওয়ার, তরু তরুণের বৈকুণ্ঠ কারো ঝুলনের চাঁদ যোজন নক্ষত্র দূর কারো পাললিক মনে ভেসে এলো সেইদিন সীতাকুণ্ডের কুয়াশায় মেঘের নেকাব থেকে চাঁদ – চারিদিকে স্বর্ণহিম কুয়াশায় জ্যোৎস্নার মত অবোধ্য আলো আর একটি নিদ্রিতা নদী হঠাৎ স্রোতস্বিনী হয়ে উঠল খুলে গেল তার ছন্দ দুয়ার আহ প্রবহণ, কী তীব্রতা তার ! নৈর্ঋতে হরিণছাপ চাঁদ দিলহারা নক্ষত্র বাসর আর আমাকে আহত করেছিল ঠোঁট বর্জিত শঙ্খ নিঝুম তার অন্দরে পাতাল মৌনি তার শরীরে জলোচ্ছ্বাসের ...