পোস্টগুলি

মার্চ, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুবাদঃ The Solitary Reaper

মূলঃ The Solitary Reaper by William Wordsworth ====================== শস্যলীনার গান চেয়ে দেখ নিঃসঙ্গ সে দূরে তবু দৃষ্টি সীমায় সে শস্যলীনার গান একটু দাঁড়াও, নয় চলে যাও ধীর একা তার ফসল চয়ন গানে তার বিধুরের তানে বিস্তীর্ণ উপত্যকা ভেসে চলে যায়---- শোন ! যাযাবর শোনে নাই পৃথিবীর কোনো পাপিয়া গেয়েছিল এ্ররকম ডাক দেয়া সুর আরব মরুতে কেউ শোনে নাই আর এমন মাতাল করা ধুন যেন কোন মধুমাসি পাখিগান – সমুদ্র শূন্যতা ভাঙ্গে, দূরতর দ্বীপসারি বুক চিড়ে উড়ে চলে যায়... কী গাইছে সে? এই বিষাদের তানে কি কোন প্রাচীন বৃদ্ধ, ...সুখ হল না যার নাকি কিছু সময়ের থেকে দূর? প্রাচীন যুদ্ধকথা? নাকি কোন নম্র কথন, আজকের কথা নাকি জাগতিক দুঃখ-ব্যথার ঘটছে বা ঘটবে এমন কিছু? সে যা কিছু হোক শুনেছি সে কুমারীর গান অশেষের সুর আমি দেখেছি তার ফসল গ্রহণ নিশ্চুপ সেই গান চুপ হওয়া মন তারপর জীবনের পথে পা বহুযুগ পরে---------- যদিও শুনিনি আমি আর কোনদিন, হৃদয়ে বয়েছি সুর হৃদয়ে বয়েছি চিরদিন ====***==== The Solitary Reaper William Wordsworth Behold her, single in the field, Yon solitary Highland...

রূপছবিতে পর্যটন

রূপছবি শহরে বহু বহু দিন পরে এসেছে পর্যটক হিরণ্য আঁধারে ছুটিয়ে দিয়ছে সে সোনালী সিডান শ্যাম গহনের ঘুম থেকে জেগে উঠেছে স্ট্রবেরির মৌসুম আপন প্রিয় অশ্রু দীঘল রাত তারায় তারায় জেগে উঠেছে মোহন আকাশ জেগে উঠেছে মহৎ বেদনার মত সৌম্য প্রহর অবরোহণের মীড়ে ঢেকে যাচ্ছে মদির রাতের আঙ্গুর নগ্নতা ইচ্ছে ভুলানো বিউগল সাথে করে যখন ঘন্টা বেজে ওঠে দূর মন্দির তা কি আবাহন নাকি বিদায় সংকেত? মায়াহীন পাতাল প্রবেশ? নাকি সীমাহীন মায়া? এই আচ্ছন্ন প্রহরনীলে লীনের আহির এই সরলতা, স্নায়ুনাশী পতনের সুখ এই চিরকালের অশ্রুত তান কাজলরেখায় জ্বলে ওঠা চিত্রার আলো মুখরিত মুনওয়াক - স্থির এই শহরে কারো মৌ্নতার কাছে ফিরে আসে সে যদিওবা ভুলে ছিল সলীন সময় কোয়েনার গান, তবু এক চোরাটান রূপছবি শহরে বহুদিন পরে এখনো প্রাচীন বৃক্ষে ভবনে লেগে আছে স্নেহ মোহ মায়া টলটলে সাঁতারপুকুর--- এখনো মায়াপথে পয়জন আইভি’র জাল মায়ামদে তবুও পর্যটক - আমৃত্যু মাতাল ===**=== March 18, 2011

অনুবাদঃ তাকে দেখে যে আমার মনে হল

Song: Ek Ladki Ko Dekha To Aysa Laga Movie/Album: 1942 A Love Story Year: 1994 Music Director: R.D.Burman Lyricist: Javed Akhtar ==================== তাকে দেখে যে আমার মনে হল যেন হাসছে গোলাপ কোনো কবি’র সে খাব্ যেন আলোর কিরণ এক হরিণ হিরণ যেন চাঁদনী সে রাত সে স্নিগ্ধ সংলাপ যেন মন্দিরে জ্বলছে সে প্রদীপশিখা--- সেই মেয়েকে দেখে যে মনে হল যেন ভোরের সে রূপ যেন শীতের সে রোদ যেন বীণার সে তান সব রঙের সে প্রাণ যেন লতার সে কেউ যেন ঝিলের সে ঢেউ যেন সুঘ্রাণ ছাওয়া সে ঠান্ডা হাওয়া--- এক মেয়েকে দেখে যে মনে হল যেন নাচের ময়ূর সে রেশমী এক ডোর যেন পরীর সে গান আগুন চন্দনে স্নান যেন সব অলংকার যেন সে কুয়াশার যেন ধীরে ধীরে ছায় সুনীল নেশা--- ============================= Get this widget | Track details | eSnips Social DNA ============================= Hindi Lyrics: Ho Ek Ladki Ko Dekha To Aisa Laga Jaise Khilta Gulaab Jaise Shaayar Ka Khwaab Jaise Ujli Kiran Jaise Van Mein Hiran Jaise Chaandni Raat Jaise Narmi Ki Baat Jaise Mandir Mein Ho Ek Jalta Diya Ho Ek Ladki Ko Dekha To Aisa Laga Jaise Sub...