পোস্টগুলি

মার্চ, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

old is gold (part 2)

ছবি
Tumi Basho kina ta aami jani na Get this widget | Track details | eSnips Social DNA Foreigner's Best DAMA DAM MAST KALANDAR Get this widget | Track details | eSnips Social DNA Bulla, I know not who I am Bulla, I know not who I am Nor am I the believer in mosque Nor am I in idol worship Nor am in the pure or the impure Nor am I in the Vedas Nor am I in the intoxicants Nor am I in the carefree deviant Nor am I union nor grief Nor am I in the pure/impure Nor am I of the water nor of the land Nor am I fire nor air Bulla, I know not who I am Nor am I Arabic nor from Lahore Nor am I the Indian city of Nagaur Nor am I Hindu nor a Peshawari turk Nor did I create the difference of faith Nor did I create Adam-Eve Nor did I name myself Beginning or end I know just the self Do not recognise ’’the other one’’ There’s none wiser than I Who is this Bulla Shah Bulla, I know not who I am Rabbi Shergill - Bulla Ki Jana Found at abmp3 search engine

সময়সংকেত

আতর ছিটানো রাতে স্তব্ধ হয়ে ছিলো হিম অপেক্ষা। বিদায়ী ভোজ শেষে মৌরি মুখে আমরাই বলেছিলাম – আমাদের যাবজ্জীবন হোক। জলভারনত মেঘ দেখেছিলো বৃষ্টি লেগেছে ঘোর, ভিজে গেছে এক একটা দীর্ঘ দুপুর মুক্তোসম্ভবা ঝিনুকের কাছে ফিরে এসে ভিসুভিয়াস লাভাচিহ্ন রেখে গেছে রূপের নগরে। দীর্ঘ দ্বিধার ল্যামিনেটেড স্কেচ নেকাব হয়ে ঝুলে থাকে এই লোকালয়ে ঊর্ণাজালে বাঁধা পড়ে দংশিতের মুগ্ধমৌসুম - এইখানে গোপনচারী পরী দেখেছিলো তারা ছিটানো আকাশ সোনাই এর রাত্রি সাঁতার এইখানে উড়ে গেছে দাগা দেয়া দূরগামী ঝড় এসেছিলো রোদজ্বলা দুপুরে করতলছায়ার মাদুর এই লোকালয়ে একদিন হেসে উঠেছিলো খিলখিল দংশিত ঠোঁট গ্রিনরুমের উৎকট প্রসাধনী মাখা চোখের প্রিজমে শুধু আমরাই দেখে নেই সময়সংকেত ফিরিয়ে দেই - অমায়িক ভোর, সমুদ্রের কাছে ফিরে আসা একা বাতিঘর। ওপ্‌ল্ গ্লাসে ঢেকে দেই সর্বস্বান্ত করে দেয়া বিকেলের খুনশুঁটি এই পাড়ে পড়ে থাকে বন্ধকী দিনাতিপাত নশ্বর আতশবাজির রঙমাতাল উল্লাস। আঁধিয়ারে পড়ে থাকে চোখের আলোর মাইয়াত আর করতলে দুই মৃতের প্লাকার্ড রাত্রিচিহ্ন রেখে যায়।

দণ্ডিতের কথা

নিশিপাওয়া মানুষের চোখেও থাকে দীঘল দিনের রঙ, একলা বনবাস। বনবাসী জেনেছিলো - রাত্রিতে কোন সুপ্রাচীন জানালা খুলে যায় উঁকি দেয় ভেনিসীয় নৌকো্র চোখ এক সিডর সমান ঝড় ওঠে সোনা রঙ ক্রিস্টালের রেণু উড়ে উড়ে চলে যায় নীল নীল বনে সোনাফুল ঝিমিকিতে অন্ধ হয়ে যায় অকাল বনবাসী নিশিপাওয়া দন্ডিতের ‘চোখ গেল’ কাতরতায় ভেনিসের নৌকো্ দুলে ওঠে দু’ধার উপচে জল উঠে পড়ে তার বিপদগ্রস্ত শরীরে। এবার বন থেকে ভেসে আসে দন্ডিত অশ্বারোহীর চাবুক - সপাৎ ঐ প্রহারের প্রতিধ্বনিতে বুঁজে যায় জানালা ধীরে ধীরে কোলাহল বাড়ে শুরু হয় সোনাফুলের বেসাতি দেউলে পাখিমা তার বাৎসল্য ভুলে যায় ঝুলকালি হয়ে ঝরে পড়ে সূর্যফোটন জমে যায় সালসা নাচের সার্কাস অশ্বারোহী বুঝে যায় - ঈভের চুম্বন থেকে আজ অবধি কেন পৃথিবী কোন তরল অগ্নি পান করেনি !

পুড়ে গেছে উপেক্ষা তোমার

বেগানা এই রাতে আমার ঔরসের কসমস পুড়ে যাওয়ার অধিকার পেয়েছে আজ কণা কণা পুড়ে গেছে জ্বলন্ত ফুল উড়ে আসা রাতুল ফড়িং দেখে – নিপুণ নিভছে আকাশ, রঙধনুকুচি। তুমিসম নীল নীল কষ্টরা মাতাল দেখছে এ স্বেচ্ছাদহন আফসোস, তুমিই দেখোনি জলসিঁড়ি’র গভীর অভিমান সংরক্ষিত প্রবেশাধিকার ! বানোয়াট জীবনে ঐ এক চন্দ্রছোবল মাতোয়ারা করে গেলো শুধু কি আমায় ! বিপজ্জনক এ জন্মের পর মেরুরেখায় কোন ঋষিমুখ মুখ মিললো না সময়ের স্রোতে দেখলাম গণিকার অসহায় স্বেদ শিশুর নরোম ত্বকে পোড়া মবিলের দাগ স্বর্গমুখি আফিমের হিপ্নোটিক খেল্ নোংরা বাসের সিটে নয়টা’র ভয়--- আজ আমি দ্রোহ ভুলে কণ্ঠে বাঁধছি কমলিওয়ালার গান ঐ অক্ষরে হাতখড়ি নিতে যাই ব্জ্রচিহ্নের; আমি জোর খুঁজি দুনিয়া বদলে দিতে আমিই পাঁড়মাতাল জোড় খুঁজি নাহয় জ্বালিয়ে দেই নির্মম উপেক্ষা তোমার।

নামগান

শুদ্ধরূপে রাত্রি আসে ঈভ মায়াজাল ভ্রূকুটিতে রাতের ছায়া হানলে তুমি ক্রন্দসী রাত ভুলভাঙা ভোর শরীরছায়ায় ত্রিলোক দেখি, দেখলে তুমি । বেজোড় জীবন - সৌখিন মেঘ রাত্রি আকাশ নিদমহলে স্বয়ংবরের সরোদ বাজে কষ্টমেখলা বুকজমিনে গুপ্তিচোখের মালা নিয়ে অশ্রুরেখায় বসলে এসে চাতক তুমি; চুপমেরে যায় ঝড়ের বাতাস জলের তোড়ে কাটলে পলি বুকের পিয়াইন স্রোতস্বিনী যেই বলেছি ‘দুঃখদহন’, দুরারোগ্য প্রেম তখনি মুখ চেপে দেয়, নিসর্গনীল আকাশ নিয়ে লন্ডভন্ড রোদছায়াতে মেঘ এসে যায় রঙবাহারী আঁখিতারায় রোদ জ্বলে যায় - বুক নিবিড়ে সুখের মমি ঐ পলকে বিরল প্রহর বাবুই নীড়ের রূপ বিনুনি মুসাফিরের ঘরদোর আর জন্মাধিকার আমার তুমি তোমায় আমি ঘুম পাড়াবো, রাতলালনে তোমায় আমি নামগানের এক সুর শোনাবো ডাহুক কান্না দূরে ঠেলে কোমলাঙ্গী ভোর দেখাবো, শুনিয়ে দেবো এক জীবনের মুহুর্মুহু প্রতিধ্বনি শরীরছায়ায় ত্রিলোক দেখি, ভুলভাঙা ভোর দেখলে তুমি।