পোস্টগুলি

জুন, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উইন্ডচাইমস

১. শুনি বা না শুনি অনুক্ষণ তুমি এক গুনগুন গান ২. ছুরির পোঁচ চুরি করে নিয়ে গেছে নীল, কখনও আকাশ কখনোবা চোখ ৩. সব অধীর চোখের সুরমা স্নানে- সন্ধ্যা নামে সন্ধ্যা নামে ৪. আজ চক্ষুতারাটি তার দূর সন্ধ্যাতারার মত লাগে ৫. আলোর আলোর মাঝে কথা বলেছিল পাখিটির সাথে, এখনও কালোর মাঝে তারে বুকে রাখে রাত্রিমুগ্ধ গাছ। ৬. কী ভীষণ অন্ধকারে সাত সুর জড়িয়ে ধরে। মন বাঁধে, কান্না করে এ ভীষণ অন্ধকারে।। ৭. শব্দরা হরিণ হয়ে লক্ষ্যে ছুটুক। চোখে তার। গৃহে। ৮. সময়ের আঁচলে লুকিয়েছি মুখ সময়ের ভীষণ অসুখ ৯. রাত্রিসুলভ তুমি গীতির মেয়ে তারাভরা রাত্রির রাগ, চন্দ্রলেখার ঝুমঝুম ... ১০. ময়ূর ...... দেখেছিলাম নীল শাড়িতে বর্ষাবরণ নাচ ১১. ঘুমিয়েছে যারা দেখে যাক কতটা সস্তা করেছি রাত কাজলের রঙ ভালোবেসে ১২. রাত্রি রাগ শোনে পতঙ্গ জীবনানন্দের সমস্ত নক্ষত্র জ্বলে ওঠে কার নয়নতারায় ১৩. কান্নার মত এসো, দেখ- বৃক্ষদের পাতায় পাতায় অশ্রুরাগ, বৃষ্টি প্রণয়। ১৪. প্রদীপের চোখে হেসেছিলে তুমি দীপ্ত অন্ধকার মনে আছে ১৫. আকাশ ছেয়েছো তুমি মেঘ পেয়ে জলের আরতি দু'চোখ নিলে না কেন মেঘ উড়ে য...